সম্প্রতি চিন সফরে গিয়ে এক বক্তৃতায় ডঃ মোহাম্মদ ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য অর্থাৎ সেভেন সিস্টার নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেন যা নিয়ে তোলপাড় ভারতের রাজনৈতিক মহল। সেভেন সিস্টার্সকে স্থল বেষ্টিত অঞ্চল বলে উল্লেখ করে দাবি করেন, বাংলাদেশ সমুদ্র অঞ্চলের অভিভাবক! বুঝতে পারছেন মোহাম্মদ ইউনুস কি মন্তব্য করেছেন, চলুন শুনে নেওয়া যাক ঠিক কি বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা,,
বাইট মোহাম্মদ ইউনুস
মোহাম্মদ ইউনুসতার এই মন্তব্যের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে সমুদ্রের কাছে পৌঁছানোর আর কোনও উপায় নেই। বাংলাদেশের মাধ্যমে চীনের অর্থনৈতিক সম্পৃক্ততার গভীরতর আমন্ত্রণ জানিয়ে ইউনুস বাংলাদেশ সমুদ্রের একমাত্র অভিভাবক বলে দাবি করেন।
তারই মন্তব্যে ভারতের তরফ থেকে নানা রকম প্রতিক্রিয়া ধেয়ে এসেছে। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব যেমন ক্ষুব্ধ হয়েছেন, তেমনই অনেকে এই মন্তব্যকে প্রহসন বলে মনে করছেন। মোহাম্মদ ইউসির চরম বোকামির জন্যই এই চূড়ান্ত মন্তব্য আর যাকে ঘিরেই জল্পনা সৃষ্টি হয়েছে ভারতের বিভিন্ন মহলে। প্রশ্ন উঠতে শুরু করেছে, মোহাম্মদ ইউনুস কি করে এই ধরনের মন্তব্য করার সাহস পেলেন?
পাশাপাশি ভারত বুঝেছে যে যেভাবে মুহাম্মদ ইউনূসের এই ধরনের মন্তব্য করার প্রবণতা বেড়ে গিয়েছে তাতে এবার ভারতের আসরে নেমে বাংলাদেশকে শিক্ষা দেওয়ার প্রয়োজন রয়েছে।
এই ঘটনার পরে সরল হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে বিভিন্ন নেতা মন্ত্রী। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, যেমন করা হুশিয়ারি দিয়েছে বাংলাদেশকে তেমনই মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং শর্মা ইউনূসের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন,” ইউনূসের এই বক্তব্য
ভারতের ভু রাজনৈতিক খেলায় উত্তর পূর্বাঞ্চলকে কৌশলগত ঘুঁটি হিসেবে বিবেচনা করার প্রচেষ্টা। তিনি মন্তব্য়ের কড়া নিন্দা জানিয়ে বলেন, ভারতের ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা আলোচনাযোগ্য নয় এবং কেউই এর বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে পারে না।”
চীনে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের সময় করা এই মন্তব্যে তাৎক্ষণিকভাবে ভারতজুড়ে ক্ষোভের জন্ম হয়, ভারতের বিশিষ্ট ব্যক্তিরা এই মন্তব্যকে আপত্তিকর এবং উস্কানিমূলক বলে অভিহিত করেন।
Discussion about this post