লোকসভা ভোটের আগে দ্বিতীয় মোদি সরকার পেশ করেছিল ভোট-অন-অ্যাকাউন্ট। লোকসভার ভোট পর্ব মিটলে দেখা গেল নরেন্দ্র মোদির নেতৃত্বেই তৃতীয়বার সরকার গড়েছে বিজেপি। তবে এবার একা নয়, বিজেপিকে অবলম্বন করতে হয়েছে শরিকদের। কারণ, এবার বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এনডিএ জোট সরকার গঠন করেছে। ফলে এবার পূর্ণাঙ্গ বাজেট কেমন হতে চলেছে সেটা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিল দেশবাসী। বিশেষ করে কর কাঠামোয় কোনও পরিবর্তন হয় কিনা, কতটা ছাড় পাওয়া যাবে আয়করে, এই সমস্ত বিষয় নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে।
সাংসদের বাদল অধিবেশনের দ্বিতীয় দিনেই ২০২৪-২৫ সালের পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনিই মোরারজি দেশাইয়ের রেকর্ড টপকে টানা সাত বছর বাজেট পেশ করলেন। আর বাজেটেও যেন কল্পতরু হয়ে উঠলেন তিনি। প্রত্যাশামতোই তৃতীয় মোদি মন্ত্রিসভার প্রথম বাজেটে বেতনভুক কর্মচারীদের জন্য আয়করে স্বস্তি দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নতুন কর কাঠামোয় সামান্য বদল করে তিনি বিশেষ করে দেশের মধ্যবিত্ত সমাজকে বিরাট স্বস্তি দিলেন। তবে পুরোনো আয়কর কাঠামো অপরিবর্তিতই রইল এবার। এবার দেখে নেওয়া যাক নতুন আয়কর কাঠামোয় কি কি ছাড় পেলেন আয়করদাতারা।
০ – ৩ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে আয়কর দিতে হবে না
৩- ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে আয়কর দিতে হবে ৫ শতাংশ
৭ – ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে আয়কর দিতে হবে ১০ শতাংশ
১০ – ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে আয়কর দিতে হবে ১৫ শতাংশ
১২ -১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে আয়কর দিতে হবে ২০ শতাংশ
১৫ লক্ষের উর্ধ্বের আয়ে আয়কর দিতে হবে ৩০ শতাংশ হারে
নতুন আয়কর কাঠামোয় বদলের পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করার কথাও ঘোষণা করেছেন। তাঁর দাবি, এর ফলে সরকারি ও বেসরকারি বেতনভুক কর্মচারীরা প্রতি আর্থিক বছরে ১৭ হাজার ৫০০ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন। পাশাপাশি ক্যাপিটাল গেইন বা মূলধনী লাভের ওপর কর ছাড়ের উর্ধ্বসীমাও বাড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এতদিন ১ লক্ষ টাকা পর্যন্ত মূলধনী লাভে করছাড় পেতেন বিনিয়োগকারীরা। এবার তা বাড়িয়ে আড়াই লক্ষ টাকা করা হয়েছে। এর ফলে যারা সম্পত্তি, গাড়ি বা ব্যবসা থেকে বাড়তি লাভ করবেন বা শেয়ার বাজার থেকে লাভ করবেন তাঁদের বাড়তি কর গুণতে হবে না। এবারের বাজেটে আরেকটি চমক দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সেটা হল ই কমার্সের উপর টিডিএস রেট কমিয়ে দেওয়া। ফলে এবার দেরিতে টিডিএস জমা করলেও জরিমানা বেশি হবে না। এগিনের বাজেট ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, আয়কর আইনকে সহজ এবং স্বচ্ছ করার চেষ্টা করা হয়েছে। তাতে মামলার পরিমান কমবে এবং আরও অনেক বেতনভুক কর্মচারী আয়কর দিতে এগিয়ে আসবেন।
দু’দিনের ভারত সফরে এসেছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান। এই সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকের...
Read more
Discussion about this post