তপ্ত বাংলাদেশ। দেশের প্রধানমন্ত্রী ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন। শেখ হাসিনার সরকার পতনের পর সে দেশে অন্তবর্তীকালীন সরকার গঠনের প্রস্তুতি চলছে। কিন্তু অশান্তি অব্যাহত রয়েছে। আর ওপার বাংলার আঁচ এপার বাংলাতেও স্পষ্ট। কার্যত এদেশের বহু মানুষ সেখানে আটকে পড়েছেন। আবার বাংলাদেশের বহু নাগরিক এদেশে আটকে রয়েছেন। ফিরতে পারছেন না ওদেশে। ফলে চিন্তার ভাঁজ অনেকের। বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে ওপার বাংলার অভিনেতা-অভিনেত্রীদের মতোই প্রতিবাদে সরব হয়েছে টলিউডও। অশান্ত বাংলাদেশ দ্রুত শান্ত হয়ে উঠুক চাইছেন টলি অভিনেতা-অভিনেত্রীরা। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে ওপার বাংলার একটি আত্মীয়তা সম্পর্ক রয়েছে। কারণ সেদেশের অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেছিলেন সৃজিত। আর সে দেশেই রয়ে গিয়েছেন মিথিলা এবং মেয়ে আয়রা। এই অস্থির সময়ে কেমন রয়েছেন তারা? খোঁজ নিলেন কি সৃজিত?
সোশ্যাল মিডিয়ায় সৃজিতের করা পোস্টে একাধিকবার উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। এই খারাপ সময়ের কথা তিনি বারবার উল্লেখ করেছেন। স্ত্রী, কন্যার খোঁজ আদেও নিলেন কি সৃজিত। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৃজিত জানিয়েছেন, মিথিলার সঙ্গে তাঁর কথা হয়েছে। মিথিলা ও আয়রা দুজনেই নিরাপদে রয়েছে, ভালো আছে তারা। তবে শুধু স্ত্রী, কন্যা নয়, সেদেশে প্রচুর বন্ধু রয়েছে। পাশাপাশি সৃজিতের ছবির নায়ক চঞ্চল চৌধুরী সেদেশে রয়েছেন। প্রত্যেকেই যেন সুস্থ এবং নিরাপদে থাকে। এমনটাই জানান পরিচালক।
উল্লেখ্য, মৃণাল সেনের ১০০ তম জন্মদিন উপলক্ষ্যে সৃজিত মুখোপাধ্যায় বানিয়েছেন পদাতিক ছবি। আর সেই ছবিতে চঞ্চল চৌধুরি অভিনয় করেছেন মৃণাল সেনের চরিত্রে। ছবিটি মুক্তি পাবে ১৫ই অগাস্ট। পরদিন অর্থাৎ ১৬ই অগাস্ট বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সেখানকার যে ভয়াবহ পরিস্থিতি তাতে ছবির প্রযোজক ফিরদোসুল হাসান ছবির মুক্তির যাবতীয় পরিকল্পনা পিছিয়ে দেয়।
Discussion about this post