বুধবার যমুনা ভবনে সেনাপ্রধানের সঙ্গে ইউনূসের বৈঠকের পর থেকে নানা মহল থেকে জল্পনা উঠে আসছে। হঠাৎ কেন এই বৈঠক? কি বিষয়ে কথা বলতে প্রধান উপদেষ্টার কাছে দরবার করলেন সেনাপ্রধান ? উঠে আসছে নানা বিষয়।
খবর রয়েছে, বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য বৈঠক হয় সেনাপ্রধানের। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই খবর জানানো হয়। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন সেনাপ্রধান। সম্প্রতি, ওয়াকার উজ জামান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে যান। তার সফর সম্পর্কে মোহাম্মদ ইউনুসকে অবহিত করেন। পাশাপাশি এটা জানান, দুই দেশের সম্পর্ক উন্নত হবে। এছাড়াও একে অপরকে বিভিন্ন বিষয়ে সাহায্য করবে।
এছাড়াও খবর উঠে এসেছে, গণঅভ্যুত্থানে আহত ছাত্রদের চিকিৎসাজনিত বিষয়ে সেনাবাহিনীর তরফে বিভিন্ন পদক্ষেপ করা হচ্ছে। সেই বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টাকে জানান সেনাপ্রধান। তবে প্রকাশিত খবর ছাড়াও আর কি কি বৈঠকে উঠে এসেছে, সেগুলি গোপনই রাখা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের চলমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, সেটা সেনাপ্রধান প্রধান উপদেষ্টা কে অবগত না করলে, তার কাছে কি কোন খবর ছিল না? কেন এতদিন পরিস্থিতির ওপর লাগাম টানা হলো না? কেন গোটা বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হল?
এছাড়াও বাংলাদেশের এখন যা পরিস্থিতি তাতে হাসনাত আব্দুল্লাহ বা সারজিসরা নানা মন্তব্য করে ভারতের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে, তাতে ক্ষতিগ্রস্থ হচ্ছে বাংলাদেশ। এত বুঝতে পারছেন সেনাপ্রধান। সেটা প্রধান উপদেষ্টাকে বোঝানোর চেষ্টা করছেন মোহম্মদ ইউনূস। কিন্তু প্রশ্ন, সেনাপ্রধান না বললে কি মোহাম্মদ ইউনুস বুঝতে পারছেন না? সামান্য কুটনৈতিক সম্পর্কের গতি যদি না বুঝতে পারেন নোবেল জয়ী, তবে বাংলাদেশের দায়িত্ব নিলেন কিভাবে? উঠছে একাধিক প্রশ্ন। শেষমেষ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কিভাবে প্রশমিত হয় বা আদেও হয় কিনা, সেদিকেই তাকিয়ে রয়েছে ওয়াকিয়াবহল মহল।
Discussion about this post