নিত্য প্রয়োজনীয় বেশিরভাগ জিনিস থেকে গুরত্বপূর্ণ কিছু পণ্য ভারতের উপর নির্ভর করতে হয় বাংলাদেশকে। এমনকি চিকিৎসা পরিষেবার মতো গুরত্বপূর্ণ পরিষেবাতেও ভারতের উপর নির্ভর করতে হয় পড়শি দেশ বাংলাদেশকে। অনেক সময় জটিল সমস্ত রোগের চিকিৎসা করিয়ে নিজের দেশে বাংলাদেশে ফিরেছেন। এমন উদাহরণ রয়েছে ভুরি ভুরি। তবে দুই দেশের মধ্যে ফাটল ধরেছে সম্প্রতি। আরও স্পষ্ট ভাষায় বললে, দুই দেশের সম্প্রীতির মধ্যে ফাটল ধরাচ্ছে ভারত বিদ্বেষী কট্টরপন্থী মানুষ। এদিকে এবার ভারতকে বয়কট করে ভারতেই চিকিৎসা পরিষেবা করাতে চাই যুবক। যুবকের এমন পোষ্ট ঘিরে তোলপাড় নেটপাড়া। নানা সময়ে সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে, ভারতের জনগণ তথা এদেশের খেলোয়াড় ও কলাকুশলীদের প্রতি কুৎসিত মনোভাব প্রকাশ্যে এসেছে। এবার সেরকমই বাংলাদেশী এক যুবকের সোশ্যাল মিডিয়ায় পোষ্ট নজর কেড়েছে।
সোশ্যাল মিডিয়াতে ঠিক কী লিখেছেন ওই যুবক?
কিছুদিন আগেই, ভয়েস অব বাংলাদেশী হিন্দু নামক এই পেজটি এক্স হ্যান্ডেলে এক যুবকের দুটি পোস্ট শেয়ার করেছেন। হাসিবুল ইসলাম হাসিব নামক বাংলাদেশের এই যুবক একটি ফেসবুকে পোস্ট করেন। সেখানে লেখেন, বাংলাদেশ ভারতের সেভেন সিস্টার স্টেটে গ্যাস পরিষেবা স্থগিত রেখেছে। ভারতকে বয়কট করুন। ভারত বিদ্বেশী মনোভাব স্পষ্ট তুলে ধরেছেন ওই ব্যক্তি। সমাজমাধ্যমে ওই যুবকের করা পোষ্ট ঘিরে তোলপাড়। তলায় পড়েছে বহু কমেন্ট। বেশিরভাগই ওই যুবককে সমর্থন করে কমেন্ট করেছেন।
এর কিছুদিনের মধ্যেই ভারতীয় ভিসা পাওয়ার কাতর অনুরোধ জানিয়ে ফের একটি পোস্ট করেন ওই ব্যক্তি। সেখানে লেখা, আমার মা খুব অসুস্থ, তার স্তনে ক্যান্সার ধরা পড়েছে। চিকিৎসার জন্য ভেলোরের সিএমসি হাসপাতালে নিয়ে যেতে চাই। কীভাবে দ্রুত ভিসা পেতে পারি? যুবকের দুটি পোস্ট এক্স মাধ্যমে পা রাখা মাত্রই নজর কেড়েছে অসংখ্য নেটিজেনের।
প্রসঙ্গত, ভয়েস অব বাংলাদেশি হিন্দু নামক ওই পেজটি এক্স হ্যান্ডেলে সে দেশের হিন্দুদের ওুপর হওয়া অত্যাচার ও নিরাপত্তাহীনতার খবর তুলে ধরেছে সোশ্যাল মিডিয়ায়।
এমনকি বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর আরও প্রকোট হয়ে উঠেছে। আর তার মধ্যেই ভারত বিদ্বেশী পোস্ট, যা ঘিরে তোলপাড়া নেট জগতে।
Discussion about this post