৫ আগস্ট ২০২৪। বিশ্ব দেখলো শেখ হাসিনার নাটকীয় পতন। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন হাসিনা। শুধু পদত্যাগই করলেন না, দেশও ছাড়লেন বোন রেহানাকে নিয়ে. আপাতত আশ্রয় নিয়েছেন ভারতে। প্রধানমন্ত্রীর বাসভবন জনতার দখলে। গণভবনে ঢুকে উল্লাসে ফেটে পড়েছেন ছাত্র-ছাত্রীরা। জ্বলছে আওয়ামী লাগের সদর দফতর। এই ছবিই এখন সবথেকে বেশি ভাইরাল সোশাল মিডিয়ায়। এখন প্রশ্ন, বাংলাদেশ কি তবে সেনাশাসন দেখবে? নাকি সেনাদের সামনে রেখে ক্ষমতার দখল নেবে বিএনপি, জামাত ও জাতীয় দল? জানিয়ে রাখি, বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতির জেরে প্রভাব পড়েছিল বিমান পরিষেবাতেও। মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে ফিরে নিজেদের অভিজ্ঞতা ভাগ করলেন যাত্রীরা। ঢাকার বেসরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া নওসিন আহম্মেদ জানান, আমরা বাঁচব কি না জানতাম না ৷ চারিদিকে বোমার আওয়াজে ঘুম ভাঙত৷ জানালায় উঁকি দিয়ে দেখতাম রাস্তায় সকলে ছুরি ও ধারালো অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে ৷ তাতে আরও আতঙ্কিত হয়ে পড়েছিলাম৷
উল্লেখ্য, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগে নয়াদিল্লি। মঙ্গলবার সংসদের অ্যানেক্স ভবনে শুরু সর্বদল বৈঠক। বিদেশমন্ত্রী এস জয়শংকরের নেতৃত্বে ওই বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কিরেণ রিজিজু। এছাড়া বৈঠকে উপস্থিত রয়েছেন রাহুল গান্ধী, অখিলেশ যাদব, সুদীপ বন্দ্যোপাধ্যায়রাও।
Discussion about this post