ভগবত গীতার উপর হাত রেখে ব্রিটিশ পার্লামেন্টে শপথ নিলেন সাংসদ শিবানি রাজা। নির্বাচনে লেস্টার ইস্ট আসনে লেবার পার্টির প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে বিপুল ভোটে জয় পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত শিবানি। নজিরবিহীন দৃশ্যের সাক্ষী রইল সাত সমুদ্র দূরে ব্রিটিশ পার্লামেন্ট। নির্বাচিত হওয়ার পর ভগবত গীতার উপর হাত রেখে শপথগ্রহণ করলেন ২৯ বছর বয়সী এই ভারতীয় বংশোদ্ভূত শিবানি রাজা। ব্রিটেনের সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টির হয়ে লেস্টার ইস্ট আসনে জয়ী হয়েছেন তিনি। পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ার পরই গীতায় হাত রেখে শপথগ্রহণ করলেন শিবানি।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শপথ গ্রহণের ভিডিও শেয়ার করে শিবানি লিখেছেন, ‘লেস্টার ইস্টের প্রতিনিধি হিসেবে পার্লামেন্টে শপথ গ্রহণ করতে পারা আমার কাছে সম্মানের। গীতার মাধ্যমে রাজা চার্লসের প্রতি আনুগত্য প্রকাশ করতে পেরে আমি সত্যিই গর্বিত।’ সেই ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়াতে পোষ্ট করলেন। অনেকেই এই ভিডিও দেখে উচ্ছ্বসিত। ভারতে জনপ্রিয় হয়ে উঠেছেন এই ব্রিটিশ এমপি। তাঁর প্রতিপক্ষ ছিলেন অপর এক ভারতীয় বংশোদ্ভূত রাজেশ আগরওয়াল। লেবার পার্টির প্রার্থী রাজেশকে হারিয়ে দিয়েছেন শিবানি। তাঁর পূর্বপুরুষরা গুজরাটের আদি বাসিন্দা। ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত শিবানি। তিনি ব্রিটিশ নাগরিক হলেও, ভারতীয় সংস্কৃতি, হিন্দুধর্মের প্রতি আস্থা বজায় রেখেছেন।
It was an honour to be sworn into Parliament today to represent Leicester East.
I was truly proud to swear my allegiance to His Majesty King Charles on the Gita.#LeicesterEast pic.twitter.com/l7hogSSE2C
— Shivani Raja MP (@ShivaniRaja_LE) July 10, 2024
উল্লেখ্য, লেস্টার ইস্ট আসন গত ৩৭ বছর ধরে লেবার পার্টির দখলে ছিল। এবার লেবার পার্টির প্রার্থী ছিলেন, আর এক ভারতীয় বংশোদ্ভূত রাজেশ আগরওয়াল। এবার লেবার পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ব্রিটেনের মসনদে বসলেও এই লেস্টার ইস্ট আসনটি ছিনিয়ে নেন কনজারভেটিভ দলের শিবানি রাজা। গীতা হাতে নিয়ে শপথগ্রহণ করতে পেরে খুশি শিবানি। ভিডিয়ো পোস্ট করে নিজেই তেমনটা জানান এই ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ সাংসদ শিবানি রাজা।
Discussion about this post