বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। যিনি তাঁর নিজের ক্যারিশ্মাতে এপার বাংলাতেও সমানভাবে জনপ্রিয়। তিনি ঢাকা থেকে নিউ ইয়র্ক যাচ্ছিলেন। ঠিক সেই সময় বিমান থেকে নামিয়ে আটক করা হয় বাংলাদেশী অভিনেতাকে। সূত্রের খবর, তিনি নাকি গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। একটি রিপোর্টে তেমনই প্রকাশিত হয়েছে। কিন্তু আদেও এরমধ্যে কতটা সত্যতা রয়েছে? সেি নিয়ে বিস্তর জল্পনা কল্পান তৈরি হয়েছে।
তবে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, এই ঘটনাটি হালের খবর নয়, প্রায় ১৭ দিন আগে এই ঘটনাটি ঘটেছে। তিনি ঢাকা বিমান বন্দরে পৌঁছেছিলেন। সেখান থেকে দুবাই, এবং তারপর নিউ ইয়র্ক যাবেন। সেই মসো বিমানে চড়েও যান। তখনও বিএনপি নেতা এবং বাংলাদেশী সেনা সেই বিমানে উঠে তাকে জিজ্ঞাসা করতে থাকেন, তিনি কোথায় যাচ্ছেন? উত্তরে অভিনেতা নিজের গতন্তব্যস্থলের কথা জানান। কিন্তু তাতে সন্তুষ্টু হন না বাংলাদেশী সেনা এবং উপস্থিত বিএনপি নেতা। পাল্টা তারা প্রশ্ন করেন অভিনেতাকে, তিনি কি কোনওভাবে দেশ ছেড়ে পালাচ্ছেন? কিন্তু অভিনেতা চঞ্চল্য চৌধুরী স্পষ্ট করে দেন, তিনি নিউ ইয়র্ক যাচ্ছেন। কিন্তু তাদের বিশ্বাস না হওয়ায় বিমান থেকে তাকে নামানো হয়। তারপর তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে খবর। তবে এই খৎবর কতটা ঠিক, উঠছে প্রশ্ন।
কিন্তু তিনি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই খবর সম্পূর্ণভাবে মিথ্যে। তিনি নিরাপদে রয়েছেন।
প্রসঙ্গত, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। তারপর থেকেই আরও অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। তদারকি সরকার হিসাবে গঠন হয়েছে সরকার। যার প্রধান নোবেল জয়ী মহম্মুদ ইউনূস। কিন্তু তারপর শান্ত হয়নি দেশ। লাগাতারভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে বলে খবর।এদিকে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর উত্তাল হয়ে উটেছে পড়শি দেশ। জামিন কোনওভাবেই মঞ্ংজুর হচ্ছে না। আর এই সমস্ত বিষয় নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যএ সম্পর্কের অবনতি ঘটছে।
এদিকে খবর আসছে, বাংলাদেশের অন্যতম ক্রিকেটার শাকিব আল হাসানের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছে। যদিও তিনি দেশের বাইরে রয়েছেন। তবে সেই খবর সামনে আসতেই জোর শোরগোল শুরু হয়েছে। এদিকে বাদ যানি বাংলাদেশ ক্রিকটের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মুর্তজা। তার নামেও একাধিক মামলা করা হয়েছে বলে খবর রয়েছে। তারমধ্যে অভিনেতা চঞ্চল চৌধুরীর এই খবর সামনে এসেছে। স্বাভাবিকভাবে শোরগোল পড়েছে। যা ঘটনা রটেছে তা একেবারেই ভীতিহীন। উল্লেখ্য, তিনি শুধু বাংলাদেশে নন, ভারতেও জনপ্রিয়তা রয়েছে তাঁৎ। শেষবার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে তিনি কাজ করেছেন। পদাতিক ছবিতে তাকে দেখা গিয়েছিল। সেখানে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
Discussion about this post