আবারও করোনার থাবা। গত এক সপ্তাহে হু হু করে বেড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। মাত্র এক সপ্তাহের মধ্যেই প্রায় দ্বিগুণ হারে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য মন্ত্রক। জনগণকে রাস্তায় ফের মাক্স পড়ে বার হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সবমিলিয়ে পরিস্থিতি জটিল এ কথা বলাই বাহুল্য।
গোটা বিশ্বের উদ্বেগ বাড়িয়ে তুলছে সিঙ্গাপুর। বিশ্ব অর্থনীতির অন্যতম ভরকেন্দ্র সিঙ্গাপুরে গত সপ্তাহের ৫ থেকে ১১ তারিখের মধ্যে ২৫ হাজারের বেশি মানুষ করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই অনেককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। যা নিয়ে উদ্বিগ্ন সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রক। উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। মাত্র এক সপ্তাহের মধ্যেই ২৫ হাজার করোনা সংক্রমণ যথেষ্ট চিন্তার কারণ বলেই মনে করছেন সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী। তিনি ইতিমধ্যেই সিঙ্গাপুরবাসীকে রাস্তায় মাক্স পড়ে বেরোনোর পরামর্শ দিয়েছেন। যাতে সংক্রমণ আরও ছড়িয়ে না পড়ে তার দিকেও নজর রাখছে সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রক। অপরদিকে গোটা বিশ্বের সঙ্গেই উড়ান যোগাযোগ রয়েছে সিঙ্গাপুরের। ফলে প্রতিদিনই এই দেশ থেকে বহু মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন। তাই সিঙ্গাপুরে নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। সিঙ্গাপুর বিমানবন্দরেও বাড়তি নজরদারি চালানো হচ্ছে।
অপরদিকে গত কয়েক সপ্তাহে ভারতেও করোনা সংক্রমণ বাড়ছে বলে জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বিশেষ করে মহারাষ্ট্রে করোনা সংক্রমণ অনেকটাই বেড়ে গিয়েছে। গত এক-দুই সপ্তাহে কলকাতাতেও ৫ জনের শরীরে করোনার ভাইরাস পাওয়া গিয়েছে। ফলে আচমকা করোনার এই রক্তচক্ষূ চিন্তায় ফেলেছে সাধারণ মানুষকে। যদিও এখনও ভারত সরকার এই বিষয়ে কোনও সতর্কবার্তা দেয়নি। তবে পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে।
Discussion about this post