এবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রবিবার সকালে, তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাদের সাক্ষাৎ হয়। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এর আগে গত ২৬ অক্টোবর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান। ওই বৈঠকে জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে তার যুক্তরাষ্ট্র ও কানাডা সফর সম্পর্কে অবহিত করেন। সূত্রের খবর, আগামী ২০২৫ সাল পর্যন্ত ক্ষমতা না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আর সেই কারণে উপদেষ্টা পরিষদের কলেবর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। বর্তমানে প্রধান উপদেষ্টাকে নিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২১। বেশ কয়েকজনকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাদের- কাদের নিয়োগ করা হবে তা নিয়ে আলোচনার জন্যই প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠক করেছেন সেনাপ্রধান। বর্তমান উপদেষ্টা পরিষদে ঠাঁই পেয়েছেন দুই প্রাক্তন সেনা আধিকারিক। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।সফরকালে তিনি জাতিসংঘ সদর দপ্তরে শান্তিরক্ষা মিশনের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি, যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন।
Discussion about this post