পাকিস্তানকে মুখের ওপর জবাব দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দিল্লিতে এক বই প্রকাশের অনুষ্ঠানে এসে তিনি বললেন, পাকিস্তানের সঙ্গে বার্তালাপের দিন শেষ। এবার থেকে ওদের ভাষাতেই জবাব দেব আমরা। বর্তমান পরিস্থিতির নিরীখে বিদেশমন্ত্রীর এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক মহল। কারণ, এই মুহূর্তে প্রতিবেশী দেশগুলি নিয়ে যথেষ্ট চিন্তিত। একদিকে বাংলাদেশ, অন্যদিকে মালয়েশিয়া, চিন এবং পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা সুখের নয়। এই আবহে বিদেশমন্ত্রীর মন্তব্য প্রতিবেশীদের বড় বার্তা দিল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
#WATCH | Speaking on Pakistan at a book launch event in Delhi, External Affairs Minister Dr S Jaishankar says, “The era of uninterrupted dialogue with Pakistan is over. Actions have consequences. So far as J&K is concerned, Article 370 is done. So, the issue is what kind of… pic.twitter.com/41ZSq9VQHs
— ANI (@ANI) August 30, 2024
শুক্রবার দিল্লিতে ভারতের রাষ্ট্রদূত রাজীব সিক্রির লেখা স্ট্র্যাটেজিক কনড্রামস রিশেপিং ইন্ডিয়াস ফরেন পলিসি শীর্ষক বইয়ের আবরণ উন্মোচন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস জয়শঙ্কর। সেখানেই তিনি বলেন, প্রতিটি কর্মের নির্দিষ্ট পরিণতি আছে। আপনাদের জানিয়ে রাথি, কেউ কেউ কাশ্মীর নিয়ে উদ্বিগ্ন, কিন্তু সেখানে ৩৭০ ধারা বাতিল হয়েছে। এরপরই পাকিস্তানের নাম উল্লেখ করেই তিনি বলেন, পাকিস্তানের মতো প্রতিবেশী সর্বদাই সমস্যা তৈরি করে। বিশ্বের যে কোনও প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্ক বজায় রাখা সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়। প্রত্যেক প্রতিবেশির সঙ্গেই কিছু না কিছু সমস্যা থাকে। এমন কিছু সমস্যা থাকে যা কখনই মেটার নয়। এরপরই তিনি বলেন, পাকিস্তানের প্রতিটি ইতিবাচক এবং নেতিবাচক পদক্ষেপে এবার আমরা ওদের ভাষাতেই জবাব দেব। বাংলাদেশ নিয়েও নিজের প্রতিক্রিয়া দিয়েছেন বিদেশমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ তৈরির সময় থেকে সে দেশের সঙ্গে আমাদের সম্পর্ক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে। সেখানে বর্তমানে রাজনৈতিক পালাবদল ঘটেছে। সেটা আমাদের স্বীকার করতেই হবে। নিজেদের মধ্যে সুসম্পর্ক রাখার দিকে জোর দিতে হবে আমাদের।
Discussion about this post