বাংলাদেশ ছাড়ার পর ভারতে আস্তানা নেন শেখ হাসিনা। সন্ধ্যা নাগাদ গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে অবতরণ করে তাঁর বিমান। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, তিনি লন্ডনে পাড়ি দেবেন। তবে পরে জানা যায়, ব্রিটিশ সরকার তাঁর রাজনৈতিক আশ্রয়ের আবেদন খারিজ করেছে। সোমবার বেলা ৩টের দিকে গণভবনের দরজা খুলে দিলে বিক্ষোভকারীরা কমপ্লেক্সে প্রবেশ করে। কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা গেছে, ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবনের দরজা খুলে ভেতরে প্রবেশ করছে আন্দোলনকারীরা। হাজার হাজার মানুষ নির্বিঘ্নে প্রধানমন্ত্রীর বাসভবনে তোলপাড় করছিল, সেখানে কোনও নিরাপত্তাকর্মী বা পুলিশ দেখা যায়নি। চলেছে দেদার ভাঙচুর। গণভবন ‘লুঠ’ হয়। আর এই ছবি মনে করাচ্ছে শ্রীলঙ্কার ঘটনা। শেখ হাসিনার গণভবনের বিভিন্ন দায়িত্বে কর্মরতদের জন্য গতকাল দুপুরের যে খাবার তৈরি করা হয়েছিল, সেই খাবারও খেয়ে নেয় আন্দোলনকারীদের অনেকে। সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি পুকুরের মাছ, ছাগল, হাঁস-মুরগি, পায়রা সহ বিভিন্ন পশুপাখি লালন পালন করতেন মুজিবর কন্যা। সেগুলোও যে যার মতো করে নিয়ে গেছে। পাশাপাশি জমি থেকে শাকসবজি তুলে নিয়ে যায় আন্দোলনকারীরা। এ ঘটনায় নিষ্ক্রিয় পুলিশ, নিষ্ক্রিয় নিরাপত্তারক্ষী।
মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের বিখ্যাত পর্যটনকেন্দ্র পহেলগাঁওয়ে এক ভয়াবহ জঙ্গিহানা হয়। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন অন্তত ২৫ জন পর্যটক।...
Read more
Discussion about this post