মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের মহাপরিচালক তুলসী গাবার্ড এখন একটি পরিচিত নাম। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির অর্থাৎ সংখ্যালঘু ও হিন্দুদের উপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করতে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সরব হতেও দেখা গিয়েছে তুলসী গ্যাবার্ডকে। অর্থাৎ মুহাম্মদ ইউনুস এর জন্য একটি আতঙ্কের নাম তুলসী। কিন্তু এর পাশাপাশি সাম্প্রতিক কালে আরও একটি নাম উঠে আসছে আলোচনার মাধ্যমে। ‘লরা লুমার’ তিনি একজন মার্কিন উগ্র ডানপন্থী রাজনীতিক এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর তার যথেষ্ট প্রভাব রয়েছে। আর এই উগ্র ডানপন্থা রাজনৈতিক লরা লুমার তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোঃ ইউনুস এর জন্য যথেষ্ট বিপদজনক।
সাম্প্রতিককালে বাংলাদেশে লরা লুমার অত্যন্ত আলোচিত একটি নাম কারণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেছিলেন লরা লুমার। সেখানে গৃহীত হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। ডোনাল্ড ট্রাম্প এবং অতি-ডানপন্থী কর্মী লরা লুমারের মধ্যে বৈঠকের পর হোয়াইট হাউস বেশ কয়েকজন প্রশাসনিক কর্মকর্তাকে বরখাস্ত করেছে, যার মধ্যে জাতীয় নিরাপত্তা পরিষদের অন্তত তিনজন সদস্যও রয়েছেন । বরখাস্তের এই ঘটনা জাতীয় নিরাপত্তা কর্মীদের সিদ্ধান্তের উপর বহিরাগত রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
ষড়যন্ত্র তত্ত্ব এবং বিতর্কিত দৃষ্টিভঙ্গি প্রচারের জন্য পরিচিত লুমার ট্রাম্পকে এনএসসির বেশ কয়েকজন কর্মীকে অপসারণের জন্য অনুরোধ করেছিলেন বলে জানা গেছে, প্রশাসনের প্রতি তাদের আনুগত্যহীনতার অভিযোগ তুলে। বুধবার তিনি একাধিক কর্মকর্তার আনুগত্য নিয়ে প্রশ্ন তোলা নথিপত্র নিয়ে হোয়াইট হাউসে প্রবেশ করেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ, যিনি পরে বৈঠকে যোগ দিয়েছিলেন, তার কিছু কর্মীকে রক্ষা করার চেষ্টা করেছিলেন কিন্তু সংস্থার প্রধান হওয়া সত্ত্বেও তাদের বরখাস্ত রোধ করার ক্ষেত্রে তার খুব কম কর্তৃত্ব ছিল বলে মনে হয়।
উল্লেখ্য, লরা লুমার কে ‘দেশপ্রেমী’ বলে উল্লেখ করে ট্রাম্প জানান, প্রশাসনিক সিদ্ধান্তের সঙ্গে লরার সঙ্গে বৈঠকের কোনও সম্পর্ক নেই। তিনি বলেন, ‘‘লরার সঙ্গে খুব অল্প সময়ের জন্য আমি দেখা করেছিলাম। ও আমাকে বেশ কিছু প্রস্তাব দিয়েছে। আমি কখনও কখনও এই সমস্ত প্রস্তাব শুনি। তার পর নিজে বিবেচনা করে সিদ্ধান্ত নিই।’’ ট্রাম্পের সঙ্গে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, খোলসা করতে চাননি লরা নিজেও।
Discussion about this post