৯ দফা দাবি নিয়ে আগামী রবিবার থেকে লাগাতার ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ, শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল করে তারা। শুক্রবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এই কর্মসূচি ঘোষণা করেন। আন্দোলনকারীরা ফেসবুক লাইভে এসে জানান, ‘‘সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করা হয়েছে। এর প্রতিবাদে এবং ৯ দফা দাবিতে শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হল।’’
বিএনপি সহ বিরোধীরা তাকে সমর্থন জানানোয় বাংলাদেশ জুড়ে হিংসা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই প্রসঙ্গে, আব্দুল হান্নান মাসুদ বলেন, ‘আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করছি, শনিবার সারা দেশের প্রতিটি পাড়া-মহল্লায়, প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। আগামীকালের পর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে।’ প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরে উত্তপ্ত বাংলাদেশ। সিলেটের হবিগঞ্জে গুলিতে একজনের মৃত্যু হয়েছে। খুলনায় আন্দোলনকারীরা এক পুলিশকে পিটিয়ে মেরেছে। ঢাকার উত্তরায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলে। অভিযোগ শান্তিপূর্ণভাবে, বিক্ষোভ চালানোর পরেও কেন গুলি চালালো পুলিশ? এই গুলিতে মারা গিয়েছে একাধিক ছাত্র-যুব। তারই প্রতিবাদে রবিবার থেকে ছাত্ররা অনির্দিষ্টকালীন অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে।
Discussion about this post