দুর্গাপূজা উদযাপন নিরাপদ, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য ১৩ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা সমুন্নত রাখা ও প্রাসঙ্গিক বিষয়ে অনুষ্ঠিত সভা শেষে সিদ্ধান্তগুলো জানানো হয়। মঙ্গলবারই পুজো উদযাপন পরিষদের সদস্যদের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী। বৈঠক শেষে তিনি জানান, দুর্গামণ্ডপগুলির সুরক্ষা নিশ্চিত করতে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মণ্ডপে যাতে হামলা না চলে, তার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে, যারা মণ্ডপ পাহারা দেবেন। স্থানীয় বাসিন্দা বা পুজোর সঙ্গে যুক্ত যারা, তাদেরই স্বেচ্ছাসেবক হিসাবে নিয়োগ করা হবে। বিভিন্ন শিফটে তাদের এই দায়িত্বভার দেওয়া হবে। তবে নিরাপত্তা বজায় রাখতে যার সিদ্ধান্ত নেয়া হয়েছে তা হল যেমন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে মসজিদে আজানের সময়ে দুর্গাপুজোর মণ্ডপে ঢাক-ঢোল বাজানো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আজানের ৫ মিনিট আগে এবং নমাজ চলাকালীন মাইক ও যাবতীয় বাদ্যযন্ত্র বাজানো বন্ধ করার কথা বলা হয়েছে। আজানশেষের পরে ফের বাজানো যাবে মাইক ও ঢাক-ঢোল।
বাংলাদেশের জনগণের একটা অংশ যেখানে ভারতের বিরোধিতা করতে ব্যাস্ত। ওই দেশের তদারকি সরকারের অভ্যন্তরেও যেখানে ভারত বিদ্বেষী কয়েকজন উপদেষ্টা আছেন।...
Read more
Discussion about this post