বাংলাদেশের সেনাপ্রধান তাকে নিয়ে কোন কথা না বললেও, তিনি নিয়ম করে সেনাপ্রধানকে কুকথায় ভরিয়েদিয়েছন প্রতিদিন। এবার দেখা গেলো উলোট পূরান। এখন সেনাপ্রধানকে ছেড়ে, ইউনূস বাহিনীর বিরুদ্ধে নিয়ম করে ফতোয়া জারি করছেন তিনি। আর তার কারণটি জানলে অবাক হবেন। যা আমাদের আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
বাংলাদেশে রাজনৈতিক পালা বদলের সঙ্গে সঙ্গে পরিবর্তন ঘটেছে বহু সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতির। ভয়ঙ্কর বিপদ বুঝে সামনে এলেন পিনাকী বাবু। কিন্তু যে ক্ষতি হয়ে গেছে তা কি আর সামলানো যাবে, সে অসম্ভব। আগে প্রতিদিন নিয়ম করে সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলতেন পীনাকি ভট্টাচার্য, এমন কি তাকে কোন কোন কারণ, কোন কোন ধারায় জেলে যেতে হবে তাও ঠিক করে দিতেন তিন।। এখন বিপদ বুঝে সেই পিনাকী বাবু সেনাপ্রধানকে ছেড়ে ইউনূস সাহেবের পিছনে পড়েছেন, এখন নিয়ম করে ইউনূস সাহেবেকে ভারতের দালাল বলছেন। সেটি কি শুধুই নিজের পিঠ বাঁচাতে নাকি আসল কারণ সত্যিই ভীষন ভয়ঙ্কর। আসলে সংস্কারের নামে ইউনূস সাহেব বহু পরিবর্তনের সঙ্গে যে মারত্বক পরিবর্তনটি নিয়ে এসেছেন সেটি নারী বিয়ষক। আগে জেনে নিই সেই পরিবর্তনটি বাংলাদেশের হুজুরেরা কিভাবে দেখছেন, এর বিরুদ্ধে তাদের ভয়ঙ্কর ক্ষোভের কারণ কি। ।
এই ক্ষোভ যে ভয়ঙ্কর বিক্ষেভের আকার নেবে তা আগেই বুঝেছিলেন পীনাকি বাবু।এবং একলহমায় টলে যাবে বাংলার ইউনূস সাহেবের সিংহাসন। তাই পিনাকীবাবু ইউনূস সাহেবকে এই সংস্কারের বিপদটি কি? তা খুলে বুঝিয়েছেন।।
এখন প্রশ্ন হল কেন এই সংস্কার করতে হল। তার কারণও তো এই পিনাকী বাবু সহ ইউনূস বাহিনী পাকিস্তান পন্থি জঙ্গী বাহিনী । এনাদের জন্যই তো আজ বাংলাদেশে শিল্প নেই, হাজার হাজার মহিলা শ্রমিক কাজ হারিয়ে দিশেহারা। পেটের জ্বালা, বাচ্চার অনাহার কি মায়েরা দেখতে পারে, নাকি সহ্য করতে পারে। আপনারা মভ জাস্টিসের নাম করে কত ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন তার কোন খবর রাখেন। যে গারমেন্টস শিল্পে নারীরা তার জীবন জিবীকা নির্বাহ করতেন, সংসারের হাল ধরতেন। তাদের তো পথে নামিয়ে দিয়েছেন আপনারাই। তাই তো বাংলাদেশে শাক সবজির থেকে মেয়েদের শরীরে দাম কম। আর আপনি এখন ইউনূস সাহেবকে দোষ দিচ্ছেন, বলছেন আপনাকে সমর্থনটা আনকন্ডিশনাল নয়।
Discussion about this post