বাংলাদেশের সাতক্ষীরায় যশোরেশ্বরী মন্দির, অত্যন্ত জাগ্রত এই দেবী মন্দিরে চুরির ঘটনা। তাও যে সে জিনিস চুরি যায়নি, চুরি গিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর উপহার দেওয়া স্বর্ণমুকুট। যশোরেশ্বরী মন্দিরে চুরির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২১ সালে বাংলাদেশ সফরকালে ওই মন্দিরে উপহার দিয়েছিলেন একটি মণিমুক্তখচিত স্বর্ণমুকুট। সূত্রের খবর, গত বৃহস্পতিবার দুপুরে যশোরেশ্বরী মন্দিরের মা কালীর স্বর্ণমুকুটটি চুরি গিয়েছে। আর এই চুরির ঘটনা সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে।
অভিযোগ, চুরির ঘটনার চারদিন পরও মূল অভিযুক্তকে ধরতে পারেনি বাংলাদেষের পুলিশ-প্রশাসন। এমনকি প্রথম দিকে এই ব্যাপারে কোনও তৎপরতা দেখানো হয়নি বা চোর ধরে মুকুটটি উদ্ধারের প্রচেষ্টাও চোখে পড়েনি। এরপরই বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন তীব্র প্রতিক্রিয়া জানায়। ঘটনার নিন্দা করে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া পেজে প্রতিক্রিয়া জানানো হয়েছে। তাতে লেখা হয়েছে, “২০২১ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে সাতক্ষীরা জেলার যশোরেশ্বরী কালী মন্দিরে যে মুকুট উপহার দেওয়া হয়েছিল, সেটি চুরি হয়ে যাওয়ার খবর আমরা দেখেছি। আমরা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি এবং চুরির তদন্ত, মুকুট উদ্ধার ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাচ্ছি”।
যশোরেশ্বরী মন্দিরের স্বর্ণমুকুট চুরির একটি ভিডিও সিসিটিভি ক্যামেরায় ধরাও পড়েছে। তাতে দেখা যাচ্ছে, এক যুবক মুকুটটি চুরি করে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকারের দাবি, এই ঘটনা জানাজানি হতেই, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। দ্রুত মুকুট উদ্ধারের চেষ্টা শুরু হয়েছে। কিন্তু চোর এখনও শনাক্ত নয়। কিন্তু সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও কেন চোরকে সনাক্ত করা গেল না সেই প্রশ্নও উঠছে। যদিও পুলিশের দাবি, দুষ্কৃতীকে চিহ্নিত করা এবং মুকুট উদ্ধার, দুটি কাজই চলছে অত্যন্ত তৎপরতার সঙ্গে। তবে দুর্গাপুজোর মধ্যে এই ঘটনায় অসন্তোষ ছড়িয়েছে বাংলাদেশের হিন্দু মহলে।
যদিও বৃহস্পতিবার চুরির ঘটনা ঘটার পর শনিবার স্থানীয় শ্যামনগর থানায় অভিযোগ জমা পড়েছে বলেই বাংলাদেশের সংবাদমাধ্যমে খবর হয়। মন্দিরের প্রধান সেবাইত জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় এফআইআর দায়ের করেন। এরপরই নড়েচড়ে বসে পুলিশ। মন্দিরে যান বাংলাদেশের তদারকি সরকারের ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মবমূগ সজীব ভূঁইয়া। তিনিও পুলিশ-প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিয়ে স্বর্ণমুকুটটি উদ্ধার করার নির্দেশ দেন। এরপরই সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে ফেসবুক পোস্ট করে স্বর্ণমুকুট উদ্ধার এবং চোর ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। যদিও সোমবার পর্যন্ত ওই স্বর্ণমুকুট উদ্ধার হয়নি। তবে জানা যাচ্ছে সাতক্ষীরা পুলিশ চারজনকে আটক করেছে।
বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর থেকেই সেখানকার সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনা বেড়েছে। যা নিয়ে আগে বহুবার ভারত সরকার অথবা স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিক্রিয়া জানিয়েছে। বাংলাদেশের তদারকি সরকারের ওপর চাপ বাড়ানোর জন্য আন্তর্জাতিক মঞ্চেও এ প্রসঙ্গ ভারত উত্থাপন করেছে। এবার সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরে মোদির উপহার দেওয়া স্বর্ণমুকুট চুরির ঘটনায় তীব্র নিন্দা করে ভারতীয় হাইকমিশনের এই প্রতিক্রিয়া বাংলাদেশের তদারকি সরকারের ওপর চাপ আরও বাড়লো বলেই মনে করছে কূটনৈতিক মহল। যেখানে সিসিটিভি ফুটেজে চুরির ঘটনা ধরা পড়েছে, সেখানে চারদিন পরও চোর ধরা পড়ল না, এমনকি স্বর্ণমুকুটও উদ্ধার হল না। এই প্রশ্নের মধ্যেই ভারতীয় হাইকমিশনের তরফে যশোরেশ্বরী মন্দির থেকে চুরি যাওয়া স্বর্ণমুকুট নিয়ে ফেসবুক পোস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়িয়ে
Discussion about this post