নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। মঙ্গলবার ভোরে ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ হাসান। সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তাঁর দেশত্যাগের পর বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান সাংবাদিক সম্মেলনে দেশে অন্তর্বর্তী সরকার গড়ার কথা ঘোষণা করেন। তারপরেই এই সরকারের প্রধান কে হবেন! প্রশ্ন উঠেছে সে দেশের বিভিন্ন মহলে। এবার ছাত্র নেতারা জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে তাঁরা নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনুসকে চান। মঙ্গলবার ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম একটি ভিডিয়োবার্তায় জানান, ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকারের রূপরেখা গঠন করতে চাইছেন তাঁরা। নাহিদ আরও জানান যে, তাঁর ইউনুসের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে তাঁদের। নোবেলজয়ী অর্থনীতিবিদ ‘ছাত্রদের আহ্বানে এবং বাংলাদেশকে রক্ষায়’ দায়িত্ব নিতে রাজি হয়েছেন বলে দাবি নাহিদ।
প্রসঙ্গত, সোমবারই কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্র আন্দোলনের জানিয়ে ছিল, রাষ্ট্রপতিশাসন বা সেনা শাসন সরকারকে সমর্থন করবে না তাঁরা। বাংলাদেশের মাটিতে মাইক্রোফিন্যান্স ব্যাঙ্কের জন্য, ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন ইউসুফ। যদিও, বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা বরাবরই ইউসুফের সমালোচনা করেছেন প্রকাশ্যে।
Discussion about this post