বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ। পূর্ব ঘোষণা মত বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিলেন মোহম্মদ ইউনুস। বঙ্গভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহম্মদ সাহাবুদ্দিন। তারপর গোপনীয়তার শপথ পড়ান। পরে তিনি শপথের নথিতে সই করেন ইউনূস। বৃহস্পতিবারই তিনি প্রবাস থেকে বাংলাদেশে এসে পৌঁছান। শপথের আগে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শেখ হাসিনা পদত্যাগ করবার পর সেনাবাহিনী এবং রাষ্ট্রপতি জানিয়েছিলেন যে অন্তর্বর্তী সরকার গঠিত হবে। ছাত্রদের দাবি মত সংসদ ভেঙ্গে দেওয়া হয়।
তখনই ছাত্রছাত্রীরা মূলত দাবি তোলে মোহম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করতে হবে। যতদূর জানা যাচ্ছে আওয়ামী লীগ বাদে বিভিন্ন রাজনৈতিক শক্তির প্রতিনিধি বুদ্ধিজীবী ছাড়া ছাত্র নেতারাও এই অন্তর্বর্তী প্রশাসনের অংশ হতে চলেছেন। শপথ নেওয়ার আগেই মোহাম্মদ ইউনুস তাঁর এক বার্তায় পরিস্কার জানান, দেশের জনতা যদি তাকে প্রশাসনের প্রধান পদে দেখতে চান তাহলে অবিলম্বে হিংসা বন্ধ করতে হবে। সর্বত্র সমস্ত রকমের হানাহানিতে ইতি টানতে হবে। এদিনের অনুষ্ঠানে কয়েকশো অতিথি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাজনীতিক, শিক্ষাবিদ, কূটনীতিকসহ বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
Discussion about this post