বাংলাদেশের যে পরিস্থিতি তাতে উদ্বিগ্ন যেমন সে দেশের সনাতনী হিন্দুরা, তেমনই ভারত-সহ একাধিক দেশ। এইবার সেই আশঙ্কা থেকেই বাংলাদেশে ভ্রমণ সংক্রান্ত বিষয়ে সতর্কতা জারি করল ব্রিটেন সরকার। নাগরিকদের বাংলাদেশের বেশ কিছু অংশে না যাওয়ার পরাংর্শ দিচ্ছেন। কারণ, যে কোনও মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারে। সেই আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত ব্রিটেন সরকারের। মঙ্গলবার যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এই বিবৃতি জারি করেছে।
এই বিবৃতিতে লেখা রয়েছে, বাংলাদেশের পরিস্থিতি যথেষ্ট উত্তাল। এখন সে দেশে বিদেশিদের উপর জঙ্গি হামলাও হতে পারে। এই আশঙ্কা প্রবল। সেই কারণেই পদ্মাপারের বেশ কিছু জায়গাতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ব্রিটেনের এই বিবৃতি আরও ভয় ধরাচ্ছে অন্যান্য দেশগুলিকে। কারণ এটাই প্রমাণ করে বাংলাদেশ এখন ঠিক কোন পরিস্থিতিতে রয়েছে। পাশাপাশি সে দেশে যেভাবে সনাতনীদের উপর অত্যাচার চালানো হচ্ছে, তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত। ক্রমাগত সেই খবর আন্তজার্তিক মহলেও পৌঁছছে। যা ঘিরে তুমুল সমালোচনা, আলোচনা চলছে। সে দেশের সরকারের রাশ টানা নিয়েও প্রশ্ন উঠছে। সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিতে আরও নতুনভাবে উত্তাল হয়েছে দেশ। এমনকি সেই সন্ন্যাসীকে জেলের মধ্যে যারাই খাবার দিতে গিয়েছেন বা দেখা করতে গিয়েছেন, তারা প্রত্যেকেই গ্রেফতার হয়েছেন। অস্থির পরিস্থিতিতে শুধুমাত্র ভারতই নয়, অন্যান্য দেশগুলিও উদ্বিগ্ন। আর তাই এইবার ব্রিটেনও সর্তক করল সে দেশের নাগরিকদের।
Discussion about this post