পালা বদল হয়েছে বাংলাদেশে। পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। অভিযোগ তারপর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর অত্যাচার চলছে বাংলাদেশ জুড়ে। এমনকি খুন হয়েছেন একাধিক নেতা কর্মী বলে অভিযোগ উঠেছে। এবার দলীয় কর্মী-নেতাদের পাশে দাঁড়াতে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করতে চলেছে হাসিনা পুত্র সাজিব ওয়াজেদ জয়।বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবে না। এমনই জানিয়েছিলেন হাসিনা পুত্র সাজিব ওয়াজেদ জয়। তাঁর রাজনীতিতে আসার কোনও পরিকল্পনা নেই বলেই জানিয়েছিলেন জয়। বঙ্গবন্ধু মুজিবরের দল আওয়ামী লীগ কর্যত কোন ঠাঁসা। অভিযোগ আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর অত্যাচার চলছে বাংলাদেশ জুড়ে। এমনকি খুন হয়েছেন একাধিক নেতা কর্মী বলে অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ’র কর্মী সমর্থকদের ওপর দিনকে দিন অত্যাচার বাড়ছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর।
বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দলের কর্মীদের পাশে সিদ্ধান্ত নিয়েছেন সাজিব ওয়াজেদ জয়। সক্রিয় রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন তিনি। এক সাক্ষাৎকারে হাসিনা পুত্র জয় বলেছেন, ‘‘আমাদের দল এবং কর্মীদের হিংসার হাত থেকে বাঁচাতে যা যা করার দরকার, তা আমি করব। যদি রাজনীতিতে যোগ দেওয়ার প্রয়োজন পড়ে, তবে পিছিয়ে আসব না। আমার রাজনীতিতে আসার কোনও উচ্চাঙ্ক্ষা ছিল না। আমি আমেরিকাতেই পাকাপাকি ভাবে থাকতে চেয়েছিলাম। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে দেশের নেতৃত্বে শূন্যস্থান রয়েছে। দলের স্বার্থে আমি সক্রিয় হয়েছি।’’ এখানেই থেমে থাকেননি বঙ্গবন্ধু তৃতীয় পুরুষ জয়। তিনি আরও বলেন, ‘‘আপাতত মা ভারতে আছেন। অন্তর্বর্তী সরকার দেশে নির্বাচন করানোর সিদ্ধান্ত নিলেই তিনি বাংলাদেশে ফিরবেন। আমি নিশ্চিত আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নেবে এবং আমরা জিততেও পারি। বাংলাদেশে আমাদের অনেক সমর্থক রয়েছেন”। হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারত সরকারকে ধন্যবাদ দিয়েছেন হাসিনা পুত্র। তিনি বলেন, আওয়ামী লীগ ভারতের সব সময়ের সহযোগী। সবসময়ের বন্ধু। বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য ভারত সরকারের সাহায্য চেয়েছেন জয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন ১৭ জন সদস্য। ইউনূস জানিয়েছে, বাংলাদেশের সংবিধানকে সমর্থন এবং রক্ষা করতে নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করবেন। মুহাম্মদ ইউনূস’র অন্তর্বর্তী সরকারের কাছে হাসিনা পুত্র জয়ের আর্জি জানিয়েছিলেন, দেশে আইন ও শৃঙ্খলার পুনঃপ্রতিষ্ঠা করুন, দেশে চূড়ান্ত অরাজকতা চলছে। দ্বিতীয় আফগানিস্তান হয়ে উঠছে বাংলাদেশ।
Discussion about this post