মোহাম্মদ ইউনূস চাইছেন চিকেনস নেকের কাছে একটি এয়ারপোর্ট তৈরি করতে। এবং তিনি চাইছেন, সেই এয়ারপোর্ট চীনের সহায়তায় তৈরি হবে এবং চীন নাকি সেখানে পাকিস্তানের আনস্কিলড কিছু শ্রমিককে নিযুক্ত করবে। বার্তা একেবারে স্পষ্ট, চিকেনস নেককে অশান্ত করতে হবে। কোনও না কোনও ভাবে এই জায়গায় এমন কিছু সমস্যা তৈরি করতে হবে, যাতে গোটা ভারতবর্ষ চাপে থাকে। কিন্তু মোহাম্মদ ইউনুস জানেন না, বাংলাদেশকে চালনার যে চাবিকাঠি, সেটা ভারতের হাতেই রয়েছে। বাংলাদেশে যদি একের পর এক ব্যবসা বন্ধ হয়ে যায়, তবে সাধারণ মানুষ দায়ী করবেন কাকে? নিশ্চিতভাবে অন্তর্বর্তীকালীন সরকার রোষে পড়বেন।
এর আগে ভারতের করিডোর বাংলাদেশের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ ভারতবর্ষের মাটিকে ব্যবহার করে বাংলাদেশ কোনও কাজ করতে পারবে না। এর জেরে প্রায় ৪০০০ কোটি টাকা বৎসরিক ধাক্কা বাংলাদেশের ব্যবসায়ীদের সম্মুখীন হতে হয়। এবার কোন রকম রাগ ঢাক না রেখে ভারত বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বন্ধ করতে চলেছে। যখন ভারত পাকিস্তানের সংঘর্ষ চলছিল, সেই পরিস্থিতিতে বাংলাদেশ পাকিস্তান কি সমর্থন করে গিয়েছে। দেখা গিয়েছিল তুরস্ক পাকিস্তানের পাশে প্রকাশ্যে এসে দাঁড়িয়েছে। পরবর্তীকালে সেই তুরস্কর বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে ভারত। বাংলাদেশের একজন প্রাক্তন ব্রিগেডিয়ার প্রকাশ্যে মন্তব্য করেছিলেন, এটাই একমাত্র সময় ভারতের সেভেন সিস্টারসকে দখল করে নেওয়া। তবে এবার ভারত বুঝিয়ে দিল, বাংলাদেশকে চালনা করার চাবিকাঠি ভারতের হাতে। ভারতের যে সমস্ত গেট রয়েছে, সেই গেট ব্যবহার করে বাংলাদেশের পণ্য আর ভারতে ঢুকতে দেবে না। আর এতে বাংলাদেশের এক বছরে ক্ষতির পরিমাণ হবে ১৫৭ কোটি ডলার। এখন বাংলাদেশের যে পরিস্থিতি তাতে মোহাম্মদ ইউনুস সামাল দিতে পারবেন তো? এই প্রশ্নটাই উঠছে। ভারতের তরফে একটি বিবৃতি দেওয়া হয়। সেই বিবৃতি দেওয়া হয়, ডিরেক্টরেট জেনারেল ফর ফরেন ট্রেডের তরফে। সেখানে বলা হয়েছে, ভারতবর্ষের কোনও করিডোর বাংলাদেশের জন্য ব্যবহার করা যাবে না। বাংলাদেশ থেকে কোনরকম পোশাক আসবেনা ভারতে। এছাড়াও প্রক্রিয়াজাত খাবার ভারতে আসবে না। আর এতেই সমস্যায় পড়বেন বাংলাদেশের বহু ব্যবসায়ী। তাদের প্রত্যেকের জানা দরকার, এর জন্য দায়ী একমাত্র মোহাম্মদ ইউনুস এবং তার সরকার। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, খুব দ্রুত নির্বাচন করিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে দেওয়া উচিত বাংলাদেশের মানুষের। কারণ এই সরকারি একের পর এক আত্মঘাতী পদক্ষেপ নিচ্ছে, যাতে গোটা দেশটায় বিপাকে পড়ে গিয়েছে। এখন যে কাদাতে বাংলাদেশ পড়েছে, সেখান থেকে উঠে দাঁড়াবে কি করে এবং মোহাম্মদ ইউনুস সেখান থেকে আদৌ বাংলাদেশের মানুষকে বেরিয়ে আনতে পারেন কিনা, সেটাই দেখার।
Discussion about this post