ভারতবর্ষের অন্যতম যোগাযোগ ব্যবস্থার মাধ্যম হল ভারতীয় রেলওয়ে। প্রতি বছরই রেলওয়েতে নিয়োগ করা হয় প্রচুর পরিমাণে মাধ্যমিক পাশ থেকে স্নাতক যোগ্যতার পদের ছেলেমেয়েদের আইটিআই পাশদের জন্য টেকনিশিয়ান পদে রেলের প্রচুর সুযোগ। প্রায় 9000 পদে কর্মী নিয়োগ করবে ভারতীয় রেল। বিস্তারিত দেখুন নিচে বিজ্ঞপ্তি নম্বর সি ই এন 02/2024 টেকনিশিয়ান পদে মোট শূন্য পদের সংখ্যা ৯১৪৪ জন।
আবেদনের শেষ তারিখ ৮ই এপ্রিল ২০২৪
শিক্ষকতা যোগ্যতা: প্রাসঙ্গিক ট্রেডে NCVT/SCVT প্রতিষ্ঠান থেকে মেট্রিকুলেশন এসএসএলসি বা আইটিআই অথবা প্রাসঙ্গিক প্রয়োজন
বয়স সীমা: সর্বনিম্ন বয়স 18 বছর থেকে সর্বোচ্চ ৩৩ বছর বয়স। সংরক্ষিত ক্যাটাগোরির আবেদনকারীর আইন অনুযায়ী বয়সের ঊর্ধ্বে সময় ছাড় পাবেন
টেকনিশিয়ান পথটি দুটি ভাগে বিভক্ত
১| টেকনিশিয়ান গ্রেট ওয়ান সিগন্যাল
২| টেকনিশিয়ান গ্রেট থ্রি
RRB টেকনিশিয়ান নিয়োগ 2024-এর জন্য কীভাবে আবেদন করবেন
প্রার্থীরা RRB টেকনিশিয়ান নিয়োগ 2024-এর জন্য সফলভাবে অনলাইনে আবেদন করতে নীচের নির্দেশাবলী ব্যবহার করতে পারেন। এছাড়াও, নিশ্চিত করুন যে আপনার কাছে সমস্ত নথির কপি, একটি বৈধ ফোন নম্বর এবং একটি বৈধ ইমেল আইডি রয়েছে।
- আপনার সংশ্লিষ্ট RRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- তারপর CEN No. 02/2024 লিঙ্কে ক্লিক করুন।
- এর পর আবেদনকারীর বিবরণ লিখুন।
- প্রার্থীর নথি জমা দিন।
- তারপর প্রযোজ্য আবেদন ফি প্রদান করুন.
- ফর্মে প্রবেশ করা বিশদ পরীক্ষা করুন।
- তারপর ওয়েবসাইটে আবেদনপত্র জমা দিন।
- আবেদনপত্রের একটি প্রিন্টআউট নিন।
RRB টেকনিশিয়ান সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 31 জানুয়ারী 2024
অনলাইন রেজিস্ট্রেশনের প্রথম তারিখ 09 মার্চ মার্চ 2024
অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ 08 এপ্রিল 2024
আবেদন ফি প্রদানের শেষ তারিখ 08 এপ্রিল 2024
RRB টেকনিশিয়ান CBT 1 পরীক্ষা অক্টোবর 2024
RRB টেকনিশিয়ান CBT 2 পরীক্ষা ডিসেম্বর 2024
RRB টেকনিশিয়ান ফলাফল ফেব্রুয়ারি 2025
বিস্তারিত জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করুন
Discussion about this post