রাত পেরোলে গাইঘাটার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মতুয়া ধর্ম মেলা | দুদিন আগে মতুয়া মহা সঙ্গের সংজ্ঞাধিপতি তথা বনগাঁ লোকসভা সংসদ সান্তনু ঠাকুর সাংবাদিক সম্মেলন করে অভিযোগ আনেন মতুয়া মহা ধর্ম মেলা বন্ধের জন্য ১৪৪ ধারা জারির আবেদন করা হয়েছে। এবার সেই ১৪৪ ধারা জারির আবেদনের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করল শান্তনু ঠাকুর অনুকামী মতুয়া ভক্তরা |
বৃহস্পতিবার সকাল বাগদা থানার হেলেঞ্চা দত্তপুলিয়া সড়কের চুয়াটিয়া মতুয়া ভক্তরা রাস্তা অবরোধ শুরু করে I
প্রায় ৭০ বছর ধরে ঠাকুর বাড়িতে চলা এই মহা ধর্মের বন্ধ করার জন্য চক্রান্ত করা হচ্ছে । তারই প্রতিবাদে এই অবরোধ |
তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর জানিয়েছিলেন মেলাতে দুষ্কৃতিমূলক কার্যকলাপ রুখতে ১৪৪ ধারা জারি করা হবে। এতে মতুয়া মেলাতে আসা ভক্তদের কোন অসুবিধা হবে না।
প্রসঙ্গত ৬ তারিখে শুরু হচ্ছে মতুয়া মহা ধর্ম মেলা। দূরদূরান্ত থেকে লক্ষাদিক মতুয়া ভক্তরা ঠাকুরবাড়িতে আসেন ।
নিম্নচাপের কারণে গত কয়েক দিন দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্র বৃষ্টি হয়েছে। কোথাও ভারী, কোথাও কোথাও আবার অতি ভারী বৃষ্টির জেরে জলমগ্ন...
Read more
Discussion about this post