হুগলির তৃনমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে দেবরাজ পালের ছবি দেখিয়ে লকেটের অভিযোগ জেলা খাটা তোলাবাজিতে অভিযুক্তকে নিয়ে ছবি তুলেছেন।বোঝা যাচ্ছে কে দুষ্কৃতিদের নিয়ে ঘোরে।মগড়ার তৃনমূল কর্মি দেবরাজ পালের বিরুদ্ধে খুন তোলাবাজি সহ একাধিক অভিযোগ আছে।গ্রেফতার হয়ে জেলও খেটেছেন।
লকেটের আরও অভিযোগ বেআইনি নির্মানকে অনুমতি দিতে টেবিলের তলা দিয়ে টাকা নিয়েছেন বিধায়ক।গুন্ডা মস্তান নিয়ে তৃনমূল ঘোরে আর ভোট লুট করে।
চুঁচুড়া আখনবাজারে একটি বেআইনি নির্মান কি করে ছাড়পত্র পেল তা নিয়ে সিবিআই তদন্ত দাবী করার পাশাপাশি লকেট বিধায়ক অসিত ও রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করবেন বলে জানান।
বিধায়ক অসিত মজুমদারের দাবী দেবরাজ পাল একজন তৃনমূল কর্মি।তাই তার সঙ্গে ছবি থাকতেই পারে।সে জেল খেটেছে বা যা অভিযোগ আছে যদি অন্যায় করলে শাস্তি হবে।কিন্তু লালা দল কর লালার ভাই দল করে সেটা বলুক লকেট।লালার ভাই বির্জু পাশোয়ানের সঙ্গে লকেট চট্টোপাধ্যায়ের ছবি দেখিয়ে অসিতের দাবী দুষ্কৃতিদের প্রশ্রয় দেয় আশ্রয় দেয় লকেট।
লকেট চট্টোপাধ্যায়ের পাশে যারা ঘোরাফেরা করেন তাদের ২০২১ সালে লাখ লাখ টাকা দিয়েছেন দাবী অসিতের।
বিধায়ক বলেন,আমাকে ব্যাক্তিগত আক্রমন করছেন আমি চাই না ওকে ব্যাক্তিগত আক্রমন করতে।আগামী ষোলো তারিখ চুঁচুড়া পুরসভার ১ থেকে ৩০ ওয়ার্ডে পদযাত্রা করবেন রচনা বন্দ্যোপাধ্যায়।সেদিন লকেটের পরিবারের একাউন্টে কত আছে,ফরচুনার কে দিয়েছে সব জানাবো।সিঙ্গুরের নবান্ন হোটেলে লকেটের গাড়িতে বলাগড়ের কোন ব্যবসায়ী টাকা দেয় তার প্রমান আছে।
কোনো প্রমোটার বা ঠিকাদার টাকা দিয়েছে প্রমান করতে পারলে রাজনীতি ছেড়ে দেবো।
লকেট চট্টোপাধ্যায় বলেন,তাকে এক টাকাও কেউ দিয়েছে বা তিনি কারো থেকে টাকা নিয়েছেন প্রমান দিক। বিজেপি তৃনমূলের মত চোর না।মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন ২৫ নাও ৭৫ দাও।বিধায়ক পুরোটাই নিজে খাচ্ছেন।
এবার হুগলি লোকসভায় আবার বিজেপি জিতবে।
লালার মা বা ভাই এর সঙ্গে ছবি প্রসঙ্গে বলেন,চিনিই না জানি না এমন কাউকে পাঠিয়ে দিয়ে বলে দেবেন এসব বললে হবে না।আমি কাগজ দেখিয়ে দেবো কাদের সঙ্গে ডিল হচ্ছে।।।
Discussion about this post