রাজবংশীদের জন্য বিজেপি কিছু করেনি বলে অনন্ত মাহারাজের অভিযোগের পরিপেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, রাজবংশীদের জন্য বিজেপি কি করেছে তা রাজবংশীরাই জানেন। জয়ন্ত রায়, নিশীথ প্রমানিকের মতো রাজবংশী নেতারা ওই সমাজের উন্নয়নের জন্য লেগে রয়েছেন। উত্তরবঙ্গের রাস্তা,রেলওয়ে যা কিছু হয়েছে সবই বিজেপিই করেছে, এর আগে কেউ কিছু করেনি। তিনি আরো বলেন অনন্ত মহারাজ বিজেপির সঙ্গেই আছেন, তাকে বিজেপিই রাজ্যসভায় পাঠিয়েছে। তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাংলা ছাড়া করে আসামে পাঠিয়ে দিয়েছিলো, বিজেপি তাকে দিল্লী পাঠিয়ে সর্বভারতীয় নেতা তৈরী করেছে বলে বৃহস্পতিবার সকালে বর্ধমান-১ ব্লকের রায়ান গ্রামের চা-চক্র থেকে এমনই দাবী করেন দিলীপ বাবু। এদিন গ্রামের আবহে প্রাতঃভ্রমন সারলেন বর্ধমান-দূর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। প্রত্যেকদিনের মাঠে মনিং-ওয়াকের পর, রায়ানগ্রামের শিব মন্দির দর্শন করেন। তারপরই চা-চক্রে যোগ দিয়ে জনসংযোগ সেরে নেন তিনি। উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সফর নিয়ে কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রী এখন বুঝতে পারছেন না কোথায় কোথায় যাবেন। তার অবস্থা ছেঁড়া কাথার মতো, এদিকে গেলে ওদিকে ফেটে যাচ্ছে, ওদিকে গেলে এদিকে ফেঁটে যাচ্ছে। যখন তিনি জঙ্গলমহল সফর করেন তখন উত্তরবঙ্গে ঝাঁমেলা লেগে যাচ্ছে, উত্তরবঙ্গে সফরে গেলে আবার রাঢ়াবঙ্গে ঝামেলা বেঁধে যাচ্ছে, মহামুসকিলে পড়েছেন উনি।
বাংলাদেশের সাধারণ মানুষ যদি সেনাপ্রধান কে রাষ্ট্রদ্রোহী আখ্যা দেন, তবে কি তার বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে? এ প্রশ্নটা...
Read more
Discussion about this post