চলতি বছরের এপ্রিল মাসে তাপমাত্রার সমস্ত রেকর্ড ভেঙে সর্বাধিক হিটওয়েভ চলেছে বঙ্গে।মৌসম ভবন এই চাঞ্চল্যকর তথ্য দিয়ে রিপোর্ট পেশ করল বুধবার। সেই রিপোর্টে আরও বলা হয়েছে মে মাসেও এই পরিস্থিতির হাত থেকে রেহাই নেই।
এই এপ্রিলেই সবথেকে বেশি তাপপ্রবাহের কবলে পড়েছে গোটা রাজ্য। যা বিগত ১৫ বছরে এই প্রথম গ্রীষ্মের চরম দাবোদাহের সাক্ষী করলো বঙ্গবাসীকে। এরই সাথে পিছিয়ে নেই ওড়িশাও, আনুমানিক ৯ বছরের তাপমাত্রার রেকর্ডও ভেঙেছে সেখানে। বুধবার IMD তথ্য দিয়ে এমনটাই জানালো।
পশ্চিমবঙ্গ এর পাশাপাশি চলতি বছরের এপ্রিলে দেশের অন্যান্য রাজ্যও ইতিমধ্যেই তাপপ্রবাহের পরিস্থিতির সম্মুখীন হয়েছে। ফলস্বরূপ মধ্যপ্রদেশ, দক্ষিণ রাজস্থান, মারাঠাওয়াড়া, বিদর্ভ এবং গুজরাটে মে মাসে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।IMD ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, ‘২০১৬ র এপ্রিলের পর এই প্রথম টানা ১৫ দিন হিটওয়েভ পেল ওড়িশা যা দেশের মধ্যে সর্বোচ্চ।
এরই সঙ্গে উত্তর পূর্ব, উত্তর পশ্চিম এবং মধ্য ভারতে কিছুটা কম থাকবে দাবোদাহ অর্থাৎ স্বাভাবিক থাকবে তাপমাত্রা। তাপপ্রবাহ দীর্ঘস্থায়ী হবে পূর্ব ও দক্ষিণ উপদ্বীপ এলাকায়। ঝড়বৃষ্টির অভাবের জন্যই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন।
IMD র তরফে আরও জানানো হয়েছে , ‘১৯৮০ সাল থেকেই স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা থাকে দক্ষিণ উপদ্বীপ এলাকায়। এরপর চলতি বছর একইরকম তাপমাত্রার প্রভাব পরিলক্ষিত হচ্ছে।
মূলত বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প রাজ্যে প্রবেশ করতে পারছেনা তার নেপোথ্যে রয়েছে এই তীব্র ‘লু’ এর প্রধান ভূমিকা। কালবৈশাখীর দেখা না মেলার জন্য মূলত আমাদের তাপমাত্রা দিন দিন আরও চড়তে শুরু করেছে। চলতি মাসে IMD জানিয়েছিল ২০২৪ সালে উষ্ণতম বছর হতে চলেছে। মে মাসে তাপমাত্রা আরও অনেকটাই বাড়বে বলে আশঙ্কা করেছে মৌসম ভবন। উত্তর এবং মধ্য ভারতেও এই পরিস্থিতি বহাল থাকবে এই চলতি মাস জুড়ে ।
মে এবং জুন মাসে ভয়ংকর তাপপ্রবাহ পরিস্থিতির তৈরি হবে জানাচ্ছে IMD অধিকর্তারা । বাড়বে ‘লু’ চড়বে পারদ। এপ্রিল মাসে হিটওয়েভের ট্রেলার চলছিল। এবার মে এবং জুন মাসেও দেশের একাধিক অংশে চলবে মারাত্মক লু। বাংলা সহ একাধিক রাজ্যে তৈরি হবে দুর্বিসহ পরিস্থিতি। IMD আধিকারিকরা জানাচ্ছেন ‘সাধারণত আটদিন তাপপ্রবাহ চলে দেশে। তবে এবছর বেশ কিছুটা পরিমান বেড়ে গিয়েছে তাপপ্রবাহের স্থায়িত্ব। এপ্রিল এর তাপপ্রবাহের যে রূপ রাজ্যে দেখা গেলো সেটা সম্পূর্ণটাই তাপপ্রবাহের ট্রেলার ছিল আগামী দু মাসে এর সম্পূর্ণ রূপ টাই দেখা যাবে বলে পূর্বাভাস IMD এর তরফে।
গত বছরের ৯ আগস্ট, সেই অভিসপ্ত দিনে কলকাতার নামী মেডিকেল কলেজের সেমিনার রুমে পাওয়া গেল কর্তব্যরত এক মহিলা চিকিৎসকের দেহ।...
Read more
Discussion about this post