ফের পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠল রাজ্যের কারাগর মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের রামনগরে জনসভা থেকে বিস্ফোরক অখিল গিরি। অভিযোগে সরব বিরোধীরা। রাজভবনের নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই ফের চর্চার ঝড় উঠেছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে। কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিকের সমর্থনে রামনগরে সভা করেন রাজ্যের কারামন্ত্রী মন্ত্রী অখিল গিরি। রাষ্ট্রপতির পর এবার রাজ্যপালের বিরুদ্ধে কটাক্ষের সুরে চড়ালেন। অখিল বলেন, রাজ্যপালের মাথা গরম হয়ে গেছে, মেয়েটি দেখতে সুন্দর, তার লোভ লেগে গেছে। তার অফিসে কাজকর্ম করে তার হাত ধরে টেনেছে। বুড়ো তোর যদি লোভ লেগে থাকে তাহলে দক্ষিণ ভারতে যা। রাজ্যপাল কি আবার অন্যান্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখ! এখানে কেনো এমন করছিস। এসব নরেন্দ্র মোদি দেখতে পারছে না? অমিত সাহ-রা দেখতে পাচ্ছে না? রাজ্যপাল মহিলার অবমাননা করেছেন। আগে রাজ্যপালকে সামলান তারপর সন্দেশখালি নিয়ে বলবেন।
এদিনের সভা থেকে কার্যত এই ভাষায় আক্রমণ শানালেন রাজ্যের কারা মন্ত্রী। রাজ্যপালের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র বিরুদ্ধে কটাক্ষ মন্তব্য করেন অখিল গিরি। যা নিয়ে এলাকায় যথেষ্ট শোরগোল পড়ে গেছে। এই নিয়ে ইতিমধ্যে ভৎসনা করেছে সিপিএম ও বিজেপি।
বাংলায় জনসংখ্যার বিপজ্জনকভাবে রূপান্তর হচ্ছে। দশ বছরে ৪৬টি বিধানসভা এলাকায় ভোটার সংখ্যা ৪০ শতাংশেরও বেশি বেড়েছে। এর মধ্যে ৭টি আসনে...
Read more
Discussion about this post