বিধাননগর পুরনিগম এলাকায় প্রায় ৩৩৩টি বাড়ি বেআইনি নির্মাণ হিসেবে চিহ্নিত করেছে পুরনিগম। আজ সমস্ত বাড়ির মালিকরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের অভিযোগ, পুরনিগম একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে। ভাল করে খতিয়ে না দেখেই বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছে। এই মামলায় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নির্দেশ, ৩৩৩টি নির্মাণের আবাসিকদের মধ্যে যাদের যাদের মনে হচ্ছে তাদের নির্মাণ বৈধ, তারা বিধাননগর পুর কমিশনারের কাছে সমস্ত নথিপত্র সমেত আবেদন জানাবে।
কমিশনার সমস্ত খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য, বিধাননগর পুরনিগম এলাকায় বেআইনি নির্মাণ ভাঙার আর্জি জানিয়ে উচ্চ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন পুরনিগমের তৎকালীন মেয়র সব্যসাচী দত্ত। সেই মামলার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বিধাননগর পুরসভাকে বেআইনি নির্মাণগুলিকে চিহ্নিত করার নির্দেশ দিয়েছিলেন। পুরসভা টিম গঠন করে বেআইনি নির্মাণগুলিকে চিহ্নিত করেছিল। বেআইনি নির্মাণের ঘটনা সবার প্রথম সামনে আসে গার্ডেনরিচ কান্ডের পর। গার্ডেনরিচের ঘটনার পরই আদালতের তরফ থেকে বেআইনি নির্মাণ ইস্যুতে কড়া অবস্থান নেওয়া হয়। একাধিক জায়গা থেকে অভিযোগ আসায় পুরসভাগুলিকে কিছু নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পাশাপাশি কলকাতার একাধিক জায়গার তৈরি হওয়া বেআইনি নির্মাণ ভেঙে ফেলারও নির্দেশ দেওয়া হয়।
Discussion about this post