প্রচারে বেরিয়ে হামলার মুখে যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। আজ সকাল কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ড, পঞ্চসায়র এলাকায় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারে গিয়েছিলেন বাম প্রার্থী। দমদম লোকসভা কেন্দ্রে খড়দার প্রচারেই বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। প্রচারের সিপিএম প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয় বলে অভিযোগ। এরপরই খড়দা থানার সামনে তৃণমূল- সিপিএম কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। সৃজনের অভিযোগ, শহিদ স্মৃতি কলোনি এলাকায় তার প্রচারে বাধা দেয় তৃণমূল। সৃজনকে লক্ষ্য করে ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। ছিঁড়ে দেওয়া হয় দলীয় পতাকা। সৃজনের গাড়িকে লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টি করা হয়। সৃজনের কথায়, এভাবে বামেদের আটকাতে পারবে না তৃণমূল। হেরে যাওয়ার ভয়ে বাম প্রার্থীকে বাধা দিচ্ছে শাসক শিবির। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামতে হয় পুলিশ, কেন্দ্রীয় বাহিনীকে।
সুপ্রিম কোর্টের রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের পর, এই রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে।...
Read more
Discussion about this post