জামাইদের জন্য সুখবর শোনালো রাজ্য সরকার। আগামী ১২ই জুন জামাইষষ্ঠী। তাই নতুন হোক বা পুরানো, জামাই ষষ্ঠী মানেই মেয়ের বাড়ির তরফে থাকে জামাইদের জন্য এক জমকালো ভুঁড়িভোজের আয়োজন। বলা যেতেই পারে, সারাবছর এই একটা দিনের জন্যই অধীর আগ্রহে থাকে জামাইরা। একইভাবে জামাই আপ্যায়নের জন্য অপেক্ষায় থাকেন শ্বশুর-শ্বাশুরিরাও। সেখানে জামাইয়ের যদি কর্মক্ষেত্রে ছুটি না থাকে, তাহলে তো সবই সার। তাই বিশেষ এই অনুষ্ঠানে সামিল থাকার জন্য নানা বাহানা দেখিয়ে অগত্যা কর্মক্ষেত্রে ছুটি নিয়ে থাকেন জামাইরা। তাই জামাইদের কথা ভেবে এই সিদ্ধান্ত রাজ্য সরকারের।
জামাই ষষ্ঠীর জন্য নয়া বিজ্ঞপ্তি নবান্নের। বিজ্ঞপ্তিতে অর্ধদিবস ছুটি ঘোষণা রাজ্য সরকারের। বলে রাখি, ২০২১ এই জামাই ষষ্ঠী উপলক্ষ্যে পুণ্যদিবস ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার। তবে এবার আর তা হচ্ছে না। অন্যান্য বছরের মতো এবারও জামাই ষষ্ঠী উপলক্ষ্যে অর্ধ দিবস ছুটি ঘোষণা রাজ্য সরকারের। হাফ ছুটি থাকবে সরকারি স্কুল ও অফিসও। নবান্নের বিজ্ঞপ্তিতে যথেষ্ট আপ্লুত সাধারণ মানুষ।।
Discussion about this post