নিট অর্থাৎ ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল গোটা দেশ। নিট মামলায় বিহার, গুজরাট, মহারাষ্ট্র, এবং ঝাড়খণ্ডের পর এবার নাম জড়ালো কলকাতারও। বুধবার নিউটাউনের সঞ্জীবা এপার্টমেন্টে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর এই মামলায় গ্রেফতার হওয়া অমিত কুমারের ফ্ল্যাট রয়েছে নিউটাউনের এই অভিজাত আবাসনে। বুধবার সিবিআই আধিকারিক এসে পৌঁছায় অমিত কুমারের এই ফ্ল্যাটেই। কিন্তু অমিতের ফ্ল্যাট তালাবন্দি থাকায়, প্রথমে ঢুকতে বাধা পায় সিবিআই।অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ঢুকতে পারেন তারা। তবে অভিযুক্ত অমিত কুমারের কোন খোঁজ এখনো পাওয়া যায়নি। কিন্তু জানা যাচ্ছে এদিন যখন সিবিআই আধিকারিকরা নিউটাউনের আবাসনে আসেন সেই সময় ফ্ল্যাটে ছিলেন অসিত। সেইজন্য প্রথমে ফ্ল্যাটের মধ্যে ঢুকতে বেশ অসুবিধার মুখে পড়তে হয় সিবিআই আধিকারিকদের। তবে অবশেষে তাঁরা অসিতের ঘরে ঢুকে তল্লাশি শুরু করেছেন। অন্যদিকে নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অমিত কুমারের সরাসরি যোগ আছে বলে প্রাথমিকভাবে অনুমান করছেন সিবিআই আধিকারিকরা ।
প্রসঙ্গত, নিটের প্রশ্ন ফাঁসের তদন্তে মহারাষ্ট্র থেকে ধৃত দুই শিক্ষককে জেরা দিল্লি যোগের বিষয়ে জানতে পেরেছিল পুলিশ। শনিবার গঙ্গাধর গুন্ডে নামে এক ব্যক্তিকে শনিবার দেরাদুন থেকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি হাজারিবাগ থেকে একটি স্কুলের প্রিন্সিপ্যাল ও তাঁর ডেপুটির পাশাপাশি এক সাংবাদিককেও নিট কেলেঙ্কারিতে গ্রেফতার করেছে সিবিআই। উল্লেখ্য, নিট কেলেঙ্কারি নিয়ে দেশ জুড়ে বিক্ষোভ অব্যাহত। সংসদেও উঠে আসে নিট প্রসঙ্গ। রাহুল গান্ধী এই ঘটনা প্রসঙ্গে আলোচনার দাবি জানিয়েছেন। তিনি দাবি করেছেন দেশের তরুণ প্রজন্মের স্বার্থে নিট নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত। এদিকে নিট কাণ্ডে সিবিআইয়ের র্যাডারে উঠে এসেছে মুখিয়া গ্যাংয়ের ভুমিকা। নিট কেলেঙ্কারি নিয়ে দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভে বসেছে বিভিন্ন ছাত্র সংগঠন।
Discussion about this post