ঘূর্ণিঝড় রেমাল ফনা তুলছে বঙ্গোপসাগরে। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার রাতের মধ্যেই ল্যান্ডফল করতে পারে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে। শনিবার দুপুর থেকেই কলকাতা-সহ উপকূলীয় জেলাগুলিতে আকাশের মুখ ভার। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিও হচ্ছে। এর মধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পূর্ব রেল হাওড়া এবং শিয়ালদা শাখায় বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করল। ২৫ এবং ২৬ মে হাওড়া-ব্যান্ডেল এবং হাওড়া-সিঙ্গুর শাখায় বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। অপরদিকে, শিয়ালদা দক্ষিণ শাখাতেও একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হচ্ছে বলে জানিয়েছে পূর্ব রেল।
২৫ তারিখ সন্ধ্যে থেকেই হাওড়া ব্যান্ডেল লাইনে বাতিল থাকবে আপ 37273, 37275, 37281, 37285, 37291 লোকাল। এবং ডাউন লাইনে বাতিল থাকবে 37272, 37276, 37280, 37286, 37288 লোকাল।
২৬ তারিখ রবিবার হাওড়া ব্যান্ডেল লাইনে বাতিল থাকবে, 37211 , 37213 , 37215 , 37221 , 37229 , 37235 , 37239 , 37241 , 37247 লোকাল। অন্যদিকে ডাউনে বাতিল করা হয়েছে 37212 , 37214 , 37218 , 37222 , 37226 , 37228 , 37232 , 37236 , 37240 লোকাল। অন্যদিকে হাওড়া সিঙ্গুর শাখায় বাতিল থাকছে- আপ 37303 এবং ডাউন 37304 লোকাল ট্রেন।
একইভাবে শিয়ালদা দক্ষিণ শাখায়, শিয়ালদা-নামখানা লাইনে দুই জোড়া, শিয়ালদা-লক্ষ্ণীকান্তপুর লাইনে তিন জোড়া, শিয়ালদা-ডায়মন্ড হারবার লাইনে তিনজোড়া, শিয়ালদা-ক্যানিং লাইনে দুই জোড়া, শিয়ালদা-বজবজ লাইনে দুই জোড়া এবং শিয়ালদা-সোনারপুর ও শিয়ালদা-বারুইপুর লাইনে এক জোড়া করে ট্রেন বাতিল করা হয়েছে। অপরদিকে, শিয়ালদা উত্তর শাখায়, শিয়ালদা-বারাসত-হাসনাবাদ শাখায় চার জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
Discussion about this post