বুধ সকালেই পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় ডানা। যা ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড় ডানা ওড়িশার পুরী এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী যে কোনও জায়গায় আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড় ডানার প্রভাবে বিপর্যস্ত হতে পারে বহু এলাকা। তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারতীয় রেলের তরফে বহু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতো বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিল পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ।
পূর্ব রেল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, বিপর্যয়ের আশঙ্কায় ১৬০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শুধু তা-ই নয়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কয়েকটি শাখায় পুরোপুরি বন্ধ থাকবে ট্রেন চলাচল। যেমন, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ থেকে দক্ষিণ শাখায় কোনও ট্রেন চালানো হবে না। একইভাবে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে পরের দিন সকাল ৯টা পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখার কোনও স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশে কোনও ট্রেন ছাড়বে না। পাশাপাশি, শিয়ালদহ ও বারাসত থেকে হাসনাবাদ লাইনে বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ঘূর্ণিঝড় ডানার জন্য বাতিল থাকবে প্রায় ১৬০টি লোকাল ট্রেন। পাশাপাশি বাতিল করা হয়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনও। ২৩ অক্টোবর, বুধবার বাতিল থাকবে কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস, বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস, কামাখ্যা-বেঙ্গালুরু এক্সপ্রেস, শিলচর-সেকেন্দরাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস এবং শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস। এছাড়া ২৪ অক্টোবর, বৃহস্পতিবার বাতিল করা হয়েছে আরও কয়েকটি দূরপাল্লার ট্রেন। যেমন, পটনা-এর্নাকুলাম এক্সপ্রেস, পটনা-পুরী এক্সপ্রেস স্পেশ্যাল, বেঙ্গালুরু-মুজফ্ফরপুর এক্সপ্রেস, পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস, কলকাতা-পুরী এক্সপ্রেস স্পেশ্যাল, মালদহ টাউন-দীঘা এক্সপ্রেস, দীঘা-মালদহ টাউন এক্সপ্রেস, আসানসোল-হলদিয়া এবং হলদিয়া-আসানসোল এক্সপ্রেস। ২৫ অক্টবর শুক্রবারও আসানসোল-হলদিয়া এবং হলদিয়া-আসানসোল এক্সপ্রেস এবং পুরী-কলকাতা এক্সপ্রেস স্পেশ্যাল ট্রেনটিও বাতিল করা হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল।
অপরদিকে ইস্ট কোস্ট রেলওয়েও বেশ কয়েকটি দূরপাল্লা এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল করেছে। ইস্ট-কোস্ট রেল এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, মোট ৭১টি ট্রেন বাতিল করা হয়েছে ২৪, ২৫ ও ২৬ অক্টোবর। এরমধ্যে আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাওয়া ট্রেনগুলির মধ্যে হাওড়া-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস, শালিমার-পুরী এক্সপ্রেস, হাওড়া-ভূবণেশ্বর শতাব্দী এক্সপ্রেস, শালিমার-হায়দরাবাদ এক্সপ্রেস, হাওড়া-পুরী এক্সপ্রেস, সাঁতরাগাছি-ম্যাঙ্গালুরু এক্সপ্রেস, শালিমার-চেন্নাই মেল, হাওড়া-তিরুচেরাপল্লী এক্সপ্রেস, হাওড়া-ব্যাঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস প্রমুখ।
Discussion about this post