মেট্রো পরিষেবায় বড়সড় বদল। বদল হল রুট। সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার থেকে তা কার্যকর হল। এমনকি একটি রুটে মেট্রো আংশিকভাবে বন্ধ থাকবে। তবে অন্যান্য রুটগুলিতে স্বাভাবিক থাকবে মেট্রো চলাচল। পশ্চিমমুখী সুড়ঙ্গে কাজ চলবে। তাই এই সিদ্ধান্ত মেট্রো রেল কর্তৃপক্ষের।
মেট্রো রেল সূত্রে খবর, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রো চলাচলে পরিবর্তন হয়েছে। জানা যাচ্ছে, পশ্চিমমুখী সুড়ঙ্গ দিয়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যান্ড পর্যন্ত মেট্রো চলবে না। অন্যদিকে পূর্বমুখী সুড়ঙ্গ দিয়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চলানো হবে। আরও বিস্তারিতভাবে বলতে গেলে, সূত্রে খবর, সোমবার পূর্বমুখী সুড়ঙ্গ দিয়ে সকাল ৬টা ৫৫ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। রবিবার পূর্বমুখী সুড়ঙ্গে দুপুর ২টো ১৫ মিনিট থেকে রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত মেট্রো পরিষেবা বজায় থাকবে। তবে রবিবার পশ্চিমমুখী সুড়ঙ্গ পথে মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
সপ্তাহের প্রথম দিনেই মেট্রো কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে বিভ্রান্তে পড়েছেন যাত্রীরা। একটি রুটে মেট্রো না থাকলেও যাত্রীদের হতাশ করেনি মেট্রোরেল কর্তৃপক্ষ। বাড়ানো হয়েছে মেট্রো সংখ্যা। ১১৮-এর জায়গায় সোমবার থেকে গ্রিন লাইনে ১৫০টি মেট্রো চালানো হবে। শুধুমাত্র রবিবার ৪৬টি মেট্রো চলাচল করবে গ্রিন লাইনে।
Discussion about this post