হাওড়া শিয়ালদার পর এবার মেট্রো ছুটবে সাঁতরাগাছি পর্যন্ত। সম্প্রতি, ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়েছে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত গঙ্গার নীচে মেট্রো সফরের আনন্দে বুঁদ হয়েছেন যাত্রীরা। এই আবহেই নয়া উদ্যোগের কথা জানালেন, বিজেপি নেতা তথা হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। কয়েকমাস আগেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করেছেন প্রধানমন্ত্রী। লোকসভা ভোটের প্রচারে হাওড়ায় এসেছিলেন নরেন্দ্র মোদি। তাঁর সফরের আগেই হাওড়ার বিজেপি প্রার্থী জানালেন মেট্রো সম্প্রসারণের সম্ভাবনার কথা।
রথীন চক্রবর্তী দাবি করেছেন, হাওড়া ময়দান থেকে সাঁতরাগাছি পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হতে পারে। এমনই পরিকল্পনা নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাধারণ মানুষের বহুদিনের দাবি, হওড়া থেকে শালিমার হয়ে সাঁতরাগাছি পর্যন্ত মেট্রো রেল চালু করার। কারণ এখন দক্ষিণ-পূর্ব রেলের বহু দূরপাল্লার ট্রেন ছাড়ছে শালিমার এবং সাঁতরাগাছি থেকে। যানজট এড়িয়ে সেখানে পৌঁছনো যথেষ্ট ঝক্কির। তাই এই পথে মেট্রো পরিষেবা চালু হলে সুবিধা হবে লক্ষ লক্ষ মানুষের।
এখনও পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটের মাঝে গলার কাঁটার মতো আটকে রয়েছে বউবাজার। এই এলাকায় মেট্রো ট্যানেল তৈরি করতে গিয়ে বারংবার বিপদের সম্মুখীন হতে হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে। তবে সপ্তাহখানেকের মধ্যে বউবাজারের দুর্ঘটনাস্থল সংলগ্ন এলাকাতে এক বড় সাফল্য পেয়েছেন ইঞ্জজিনিয়াররা। এবার শিয়ালদা থেকে এসপ্লেনেড পর্যন্ত মেট্রো চলাচল চালু হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। এর ফলে যাত্রীদেরও আর কোনও সমস্যা থাকবে না বলে জানিয়েছেন মোট্রো কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০১৯ সালের ৩১ শে আগস্ট। মধ্য কলকাতার বউবাজার অঞ্চলে মেট্রোর কাজ করতে গিয়ে ধস নেমে ওই এলাকায় ফাটল দেখা গিয়েছিল বহু বাড়িতে। এমনকি ভেঙেও পড়ছিল অনেক বাড়ি। ভয়ে আতঙ্কিত হয়ে গৃহহীণ হয়েছিলেন অনেক বাসিন্দা। এরপরও ২০২২ এর ফের ওই এলাকায় মেট্রোর কাজ চলাকালীন আবারও বাড়িতে ফাটল দেখা যায়। মাটির নীচে জল থাকায় মোট্রোর কাজ করতে বারবার বেগ পেতে হয় ইঞ্জিনিয়ারদের। ওই বছরই ফের ধস নামে এলাকায়। এরপর থেকে এলাকায় মেট্রোর কাজ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। জানা যায়, সম্প্রতি ওই এলাকায় কাজ করার জন্য কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের কাছে নির্মাণকারীদের তরফে একটি চিঠি জমা পড়েছে। তাতে ইঞ্জিনিয়ারদের তরফে বলা হয়েছে, বউবাজারের ২.৪ কিলোমিটার দীর্ঘ পথে মোট্রোর কাজ চলাকালীন এলাকায় যাতে পুনরায় ধস আর না নামে তাই, খুব সাবধানে কাজ চালানো হচ্ছে। তবে রিপোর্ট অনুযায়ী, এপ্রিলের শেষ সপ্তাহ থেকে বউবাজার এলাকা থকে হিন্দ সিনেমা পর্যন্ত একটি ক্রস প্যাসেজ তৈরির কাজ শুরু করা হয়েছ। এবং তা শেষ করার জন্য জোড় কদমে কাজ চালাচ্ছেন ইঞ্জিনিয়াররা।
Discussion about this post