৬০ হাজার থেকে অনুদান একলাফে বেড়ে হল ৮৫ হাজার। আবারো দুর্গাপুজোয় ক্লাবগুলিকে অনুদান বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছর অনুদানের পরিমাণ বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হবে বলে এদিন আগাম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে মমতা বলেন, ‘এবার ১৫ হাজার যদি বাড়তে পারে, তা হলে আগামী বছর ১ করে দেব। দুবছরের ঘোষণা করে দিলাম আগাম।’ শুধু অনুদান বৃদ্ধি নয়, বাড়ল বিদ্যুতের ছাড়ও। গতবার বিদ্যুতের ছাড় দেওয়া হয়েছিল ৬৬ শতাংশ। এবার ছাড় দেওয়া হয়েছে ৭৫ শতাংশ। এ বছর কার্নিভাল হবে ১৫ অক্টোবর।তবে জেলায় কবে হবে কার্নিভাল, তা জেলাপ্রশাসনকে স্থির করার জন্য বলেছেন মমতা। পুজোয় পদপিষ্ট হওয়ার ঘটনা যাতে কোনও ভাবেই না ঘটে, তা নিয়েও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশ এই বিষয়ে সতর্ক থাকবে নির্দেশ মুখ্যমন্ত্রীর। সেই সঙ্গে ক্লাবগুলিকেও সতর্ক থাকার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিকাল ৪টে থেকে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন মুখ্যসচিব বিপি গোপালিকা, পুলিশ কমিশনার বিনীথ গোয়েল। সেখানে পুজো নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করেন। মমতার কড়া নির্দেশ, পুজোকর্তাদের পুলিশ ও ট্রাফিক পুলিশের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত ভলান্টিয়ার মোতায়েন করতে হবে। প্যান্ডেল গুলিতে যাতায়াতের পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। এছাড়াও উপযুক্ত মেডিক্যাল ব্যবস্থা রাখতে হবে। শ্রীভূমির নাম করে কড়া ভাষায় মুখ্যমন্ত্রী জানিয়ে দেন পুজোর ভিড়ের জন্য রাস্তায় যানজট সহ্য করা হবে না। শহরের পাশাপাশি জেলার পুজোতেও কড়া নজরদারি চলবে।
উল্লেখ্য, ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর দুর্গাপুজোয় ক্লাবগুলিকে অনুদান ঘোষণা করেছিলেন মমতা সরকার। প্রথমে ২৫ হাজার টাকা করে অনুদান ঘোষণা করা হয়েছিল। করোনা কালে সেই অনুদান বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়। ২০২২ সালে অনুদানের পরিমাণ ১০ হাজার টাকা বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়েছিল। তারপর গত বছর আরও ১০ হাজার টাকা বাড়িয়ে ৭০ হাজার টাকা হয়েছিল। এবার একেবারে ১৫ হাজার টাকা বাড়ানো হল।
Discussion about this post