শহর কলকাতার ব্যস্ততম রেলস্টেশন শিয়ালদা। এই স্টেশনের কাছেই রয়েছে বিদ্যাপতি সেতু। অনেকের কাছেই এই সেতু শিয়ালদা ফ্লাইওভার বলেই পরিচিত। তবে এই সেতুর স্বাস্থ্য কেমন রয়েছে তা পরীক্ষা করে দেখা হয়েছিল। তাতে সবদিক যে বেশ ঠিকঠাক এমনটা নয়। আসলে বয়সের ভারে জীর্ণ এই সেতু। কিন্তু এই সেতু সংস্কারের ক্ষেত্রে একটা বড় অন্তরায় হল এই সেতুর নীচে থাকা অসংখ্য় দোকান। কিন্তু সেতু সংস্কার না করলে আগামীদিনে বড় সমস্যা হতে পারে। তবে এনিয়ে এবার কলকাতা পুরসভা ও কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি বড় উদ্যোগ নিতে চলেছে। বলাই চলে, বয়স হয়েছে শিয়ালদা বিদ্যাপতি সেতুর। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টে খারাপ স্বাস্থ্য ধরা পড়েছে। তবু কাজ শুরু করা হচ্ছে না সেতুর। কারণ সেতুর নিচেই শিশির মার্কেট, আর সেই মার্কেট সরবে কোথায়? উত্তর নেই কলকাতা কর্পোরেশনের কাছে।
কলকাতা অন্যতম গুরুত্বপূর্ণ সেতু হলো শিয়ালদা বিদ্যাপতি সেতু। শিয়ালদা স্টেশনের লাগুয়া এই সেতু। বয়সের বয়স হয়েছে বিদ্যাপতি সেতুর। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টে খারাপ স্বাস্থ্য ধরা পড়েছে। তবু কাজ শুরু করা হচ্ছে না সেতুর। কারণ সেতুর নিচেই শিশির মার্কেট, আর সেই মার্কেট সরবে কোথায়? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে কাল ঘাম ছুটছে কলকাতা মেট্রোপলিটেশন ডেভেলপমেন্ট অথরিটি, কলকাতা কর্পোরেশন এবং বাজার সংগঠনের। মঙ্গলবার শিশির মার্কেটে যৌথ পরিদর্শন করে তিন সংস্থা। তারা পুরো বাজারটা ঘুরে দেখেন।
কিভাবে বাজার সরিয়ে সেতু সংস্কার করা যায় সেটারই পরিকল্পনা চলছে। বলে দাবি করেন পুর অধিকারীকরা। কিন্তু দোকান গুলোকে কোথায় শিফট করা হবে তার উত্তর নেই পুর নিগমের কাছে।এদিন কেএমডিএ কর্তারা কলকাতা কর্পোরেশনের বাজার বিভাগ, সার্ভে বিভাগের কর্তা ও দোকানদারদের নিয়ে বেশ কিছু পিলার ঘুরে দেখে মাপামাপির কাজ করেন । এরপর সব পক্ষ আলোচনায় বসেন । দীর্ঘক্ষণ আলোচনা চলে । সূত্রে খবর, ব্রিজের তলার শিশির মার্কেট কলকাতা কর্পোরেশনের বাজার । সেখানে 5টি ব্লকে 900টি দোকান আছে । 72টি মোট পিলারের উপর দাঁড়িয়ে সুবিশাল বিদ্যাপতি সেতু যা শিয়ালদা সেতু নামেও পরিচিত । এর মধ্যে 40টি পিলার মার্কেটের ভিতর । তাই এক একটি পিলার ঘিরে কোথাও তিনটে কোথাও চারটে দোকান । সেই দোকানগুলিকে সরিয়ে অন্যত্র বসানোর বিষয়টি দেখবে কর্পোরেশন ।
Discussion about this post