বর্তমানে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার স্বচ্ছতার ওপর বিশেষ জোর দিয়েছে। সারা দেশ জুড়েই পালিত হচ্ছে স্বচ্ছতা মিশন। এর প্রচারের জন্যও কোটি কোটি টাকা খরচ করছে কেন্দ্রীয় সরকার। তবুও দেশের মানুষ যে খুব একটা সচেতন হয়েছেন, তা দেখা যাচ্ছে না। যেমন, রেল স্টেশন চত্বর বা ট্রেনের কামরায় যত্র-তত্র থুতু ফেলা সাধারণ রেল যাত্রীদের অভ্যাসে পরিনত হয়েছে। ফলে এবার আরও কঠোর পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল। বিশেষ করে চলতি উৎসবের মরশুমে। স্টেশন চত্বর, প্ল্যাটফর্ম, ট্রেনের কামরা নোংরা করা, যত্র-তত্র থুতু ফেলা, গুটখা চিবিয়ে ফেলা ব্যাক্তিদের থেকে মোটা টাকা আদায় করেছে রেল।
অর্থাৎ, রেল স্টেশন বা ট্রেনে থুতু ফেলবেন আপনি, আর আয় বাড়বে রেলের। সূত্রের খবর, এবছর জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত রেল সুরক্ষা বাহিনী রেলওয়ে চত্বর অপরিচ্ছন্ন করার জন্য ১২,৯০০ জনকে আটক করেছে। এবং জরিমানা বাবদ আদায় করেছে ১৭ লক্ষ ৬৬ হাজার টাকা। আরপিএফ সূত্রে খবর, এর মধ্যে হাওড়া ডিভিশনে ৪৯৫৮ জন, শিয়ালদা ডিভিশনে ২০২৩ জন, আসানসোল ডিভিশনে ২২১৪ জন এবং মালদা ডিভিশনে ৩৭০৪ জনকে জরিমানা করেছে রেলওয়ে সুরক্ষা বাহিনী। আরেকটি তাৎপর্যপূর্ণ তথ্য হল, শুধুমাত্র অক্টোবর মাস বা পুজোর মাসেই রেল জরিমানা বাবদ আয় করেছে ১৫ লক্ষ ৩৮ হাজার টাকা। অক্টোবর মাসে স্টেশন ও ট্রেনের পরিবে নোংরা করার জন্য আটক হয়েছেন ১০ হাজার ৪৭০ জন।
রেল সূত্রে জানা যাচ্ছে, স্টেশন এবং ট্রেনে থুতু ফেলা, গুটখা খেয়ে ময়লা করা বা অন্যান্য আবর্জনা ফেলা ঠেকাতে সিসিটিভি ক্যামেরার ওপর জোর দেওয়া হচ্ছে। ফলে সহজেই অপরাধীদের সনাক্ত করা সম্ভব হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে স্টেশন চত্বর নোংরা করা ব্যক্তিদের জরিমানা অথবা কারাদণ্ড দেওয়া অনেকটাই সহজ হয়েছে। পাশাপাশি আরপিএফ এবং রেলের সাফাই বিভাগের কর্মীরা নিয়মিত ট্রেন এবং স্টেশনে নজরদারি চালাচ্ছেন। ফলে যারা এই কাজে যুক্ত, তাঁদের ধরে শাস্তির ব্যবস্থাও হচ্ছে। রেল জানিয়েছে, আগামীদিনে আরও জোরালো অভিযান করা হবে।
Discussion about this post