আর জি কর হাসপাতালে দুস্কৃতি তাণ্ডবের প্রতিবাদে শুক্রবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে এসইউসিআই। পাশাপাশি বঙ্গ বিজেপি ২ ঘণ্টার জন্য কর্মবিরতির ডাক দিয়েছে রাজ্য সরকারি অফিসগুলিতে। সুকান্ত মজুমদার শুক্রবার থেকে আর জি কর হাসপাতালের সামনে লাগাতার অবস্থান শুরু করতে চান। এছাড়াও বামফ্রন্ট রাজ্যজুড়ে ধিক্কার কর্মসূচির ডাক দিয়েছে। সবমিলিয়ে শুক্রবার রাজ্যজুড়ে হয়রানীর শিকার হতে পারেন নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। রাজ্য সরকারের তরফেও রয়েছে প্রস্তুতি। এসইউসিআইয়ের বাংলা বনধ ঠেকাতে নবান্ন ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের হাজিরা বাধ্যতামূলক করেছেন। রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে নবান্ন জানিয়েছে, শুক্রবার কোনও কর্মচারী ক্যাজুয়াল লিভ নিতে পারবেন না। ওয়াকিবহাল মহলের ধারণা, বাংলা বনধের থেকেও বিজেপির ডাকে কর্মবিরতি ঠেকানো মূল উদ্দেশ্য রাজ্য সরকারের।
অপরদিকে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যন্ডলে আহ্বান করেছেন, শুক্রবার রাজ্য অবরুদ্ধ করুন। পাশাপাশি তিনি জানিয়েছেন, আর জি কর হাসপাতালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে। তিনি একটি চিঠি পোস্ট করে লেখেন, বুধবার রাতের হামলা পুলিশের নিরাপত্তাহীনকার ছবি প্রকট করেছে। তাই আর জি করে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা এবং সিবিআই অধিকর্তাকে লেখা চিঠি তিনি এক্স হ্যন্ডলে পোস্ট করেছেন শুভেন্দু।
Discussion about this post