আসানসোলের প্রার্থীর নাম ঘোষণা করলেও এখন অধরা ডায়মণ্ড হারবার কেন্দ্রে বিজেপির প্রার্থীর নাম। কটাক্ষ শাসকদলের। পাল্টা লম্বা দৌড়ের কথা বলছে পদ্মশিবির।
লোকসভা ভোটে ২ টি কেন্দ্র নিয়ে টানাপোড়েন চলছিল বেশ কিছু সময় ধরে। কারা হবেন প্রার্থী, জল্পনার পারদ চড়ছিল ক্রমশই। শেষমেষ আসানসোলের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। বর্ধমান-দুর্গাপুরের বিদায়ী সাংসদ এখন আসানসোলের বিজেপি প্রার্থী। তবে এখনও বাকি আরও একটি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা।
সেটি হাইভোল্টেজ ডায়মণ্ড হারবার। সিপিআইএম, আইএসএফ, তৃণমূল সকলেই তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। বাদ রয়েছে শুধু বিজেপি। এখন প্রশ্ন প্রার্থীর নাম ঘোষণায় কেন এত বিলম্ব? রাজ্যের শাসকদল তৃণমূল ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সরব হয়েছে।
ঘাসফুলের দাবি প্রার্থীই খুঁজে পাচ্ছে না বিজেপি। তবে গেরুয়া শিবিরের অন্দরের খবর অন্য কথা বলছে। শোনা যাচ্ছে জল্পনার রেশ শেষ পর্যন্ত জিইয়ে রেখে বড় চমক দিতে চলেছে মোদী-শাহর দল। সুকান্ত তো বলেই দিলেন বড় লাফ দেওয়ার আগে দৌড় শুরু করা উচিৎ অনেকটাই পেছন থেকে।
ডায়মণ্ড হারবার কেন্দ্রের প্রার্থীর নাম হিসেবে অনেকেই নজরে এসেছেন। কৌস্তভ বাগচী, রুদ্রনীল ঘোষ, সোনালি গুহ নাম মাঝে মধ্যেই কানাঘুষোয় ভেসে উঠেছে। এখন শোনা যাচ্ছে আরও এক আইনজীবীর কথা। যিনি কংগ্রেস থেকে বিজেপি জয়েন করেছেন। আলোচনায় রয়েছে এক মহিলা লড়াকু আইনজীবীর নামও। তবে সবটাই জল্পনা ও শোনা কথা। শেষ মেষ কাকে এই আসন থেকে দাঁড় করায় বিজেপি সেই অপেক্ষায় কাউন্ট ডাউন শুরু করেছে ভোটমুখী গোটা রাজ্য
Discussion about this post