সোমবার হলদিয়ায় কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ঠিক তার ২৪ ঘণ্টা আগে বেহালার ফ্লাইং ক্লাবে উপস্থিত আয়কর দফতরের আধিকারিকরা। চপারের ট্রায়াল রান বন্ধ রেখে ছানবিন। খতিয়ে দেখা হল সমস্ত ব্যাগ ও জিনিসপত্র। নিরাপত্তা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে আয়কর আধিকারিকদের বিরুদ্ধে। এই ঘটনায় শাসকদলের নেতামন্ত্রীদের বক্তব্য ভয় পেয়েছে বিজেপি। তাই এমন ঘটনা। পাল্টা গেরুয়া শিবিরের দাবি কিছু খবর নিশ্চয়ই ছিল আয়কর দফতরের কাছে।
আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় হলদিয়া যাবার কথা তার আগেই বেহালা ফ্লাইং ক্লাবের চপারের ট্রায়ার রান চলছিল তখনই আয়কর দপ্তরের আধিকারিক আসে এসে চোপারের মধ্যে থাকা অভিষেক ব্যানার্জির সমস্ত ব্যাক ও জিনিসপত্র খুলে তল্লাশি চালায়।
Discussion about this post