একটানা বিদ্যুৎ পেতে আদানি পাওয়ারকে নতুন লেটার অফ ক্রেডিট ইস্যু করেছে বিপিডিবি। অর্থাৎ বাংলাদেশ পাওয়ার ডেভলপমেন্ট বোর্ড। আদানি পাওয়ারকে ১,৪৫০ কোটি টাকার লেটার অফ ক্রেডিট ইস্যু করেছে ঢাকা। এই খবর সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে। জানা গিয়েছে, বাংলাদেশের কাছে বিদ্যুৎ সরবরাহ বাবদ বকেয়া রয়েছ আদানি গোষ্ঠীর। আর তার জেরেই ৩১শে অক্টোবরের মাঝরাত থেকে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দিয়েছে আদানি গোষ্ঠী। এমনকি চলতি সপ্তাহের মধ্যে বকেয়া বাবদ ৮৪৩ মিলিয়ন ইউএস ডলার না মেটালে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ একেবারেই বন্ধ করে দেবে বলে সূত্রে খবর।
উল্লেখ্য, ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে আদানি পাওয়ার বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করে। ওই কেন্দ্র দুটি ইউনিট। যা বিদ্যুৎ উৎপাদন করতে পারে ১ হাজার ছশো মেগাওয়ার্ট।
জানা গিয়েছে, বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশ মেটায় আদানি পাওয়ার গোষ্ঠী। ২০১৫ সালে আদানি পাওয়ার এবং বিপিডিবি-এর মধ্যে ২৫ বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তি সই হয়েছিল।
প্রসঙ্গত, অগস্ট মাসে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বাংলাদেশর উপদেষ্টা মহম্মদ ইউনুসের কাছে বকেয়া অর্থ পরিশোধের অনুরোধ জানান। ২৭ অগাস্ট গৌতম আদানি একটি চিঠি দেন। সেখানেই তিনি উল্লেখ করেন, বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে বকেয়া ৮০০ মিলিয়ন ইউএস ডলার। এটার ক্ষেত্রে ইউনূসের হস্তক্ষেপের অনুরোধ জানায় আদানি। অন্যদিকে বিপিডিবিকেও একটি চিঠি দিয়েছিল আদানি গোষ্ঠী। তাতেও বকেয়া মেটানোর জন্য অনুরোধ জানানো হয়েছে ।
Discussion about this post