প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে আয়ুষ্মান ভারত প্রকল্পে সুবিধা দ্বিগুন করতে চলেছে কেন্দ্রের তৃতীয় এনডিএ সরকার। আয়ুষ্মান ভারত কার্ডে স্বাস্থ্যবীমার সুবিধা যেমন দ্বিগুন করা হবে, তেমনই সুবিধাভোগীর সংখ্যাও দ্বিগুন করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে ব্লু প্রিন্ট। এবার মন্ত্রিসভার ছাড়পত্রের অপেক্ষা। ভারত সরকারের এই পরিকল্পনার ফলে আরও বেশি সংখ্যায় মানুষ স্বাস্থ্যবীমার আওতায় আসবেন বলে মনে করা হচ্ছে।
সর্বভারতীয় সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা রয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে আয়ুষ্মান ভারত কার্ডে বীমা কভারেজ ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করা হবে। মহিলাদের ক্ষেত্রে সেটা ১৫ লক্ষ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সরকারি হাসপাতালের পাশাপাশি সাধারণ মানুষ যাতে বেসরকারি হাসপাতালগুলিতে উন্নত চিকিৎসা পেতে পারে সেই দিকটাও ভাবছে সরকার। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই প্রকল্পের অধীনে আরও চার লক্ষ বেসরকারি হাসপাতালের শয্যা যোগ করা হবে। পাশাপাশি সুবিধাভোগীর সংখ্যা ৫৫ কোটি থেকে বাড়িয়ে ১০০ কোটিতে উন্নীত করা হবে।
ভারত সরকারের সামাজিক সেক্টরের গ্রুপ অফ সেক্রেটারিজ এই পরিকল্পনা তৈরি করেছে। স্বাস্থ্য, আয়ুষ, ক্রীড়া, সংস্কৃতি এবং শিক্ষা সহ মোট নয়টি মন্ত্রককে নিয়ে এই গ্রুপ অফ সেক্রেটারিজ কাজ করে। এরাই নতুন পরিকল্পনা তৈরি করে মন্ত্রিসভার সচিবের কাছে পাঠিয়েছে। জানা যাচ্ছে, আগামী পাঁচ বছরের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ করা হবে।
আয়ুষ্মান ভারত প্রকল্প ভারত সরকারের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নামেও পরিচিত। এই প্রকল্পে বর্তমানে প্রায় ১২ কোটি ৩৪ লক্ষ পরিবার অন্তর্ভুক্ত। এবং আনুমানিক ৫৫ কোটি সুবিধাভোগী এর আওতায় রয়েছেন। যারা সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা পান। পরিবার পিছু ৫ লক্ষ টাকা বীমা সুবিধা পাওয়া যায় এখন। সেটাই এবার বাড়িয়ে ১০ লক্ষ টাকা করা হবে। এছাড়া মহিলাদের ক্ষেত্রে “নির্দিষ্ট রোগ এবং নির্দিষ্ট পরিস্থিতিতে” তা ১৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। আয়ুষ্মান ভারত প্রকল্পে আরও বেশি বেসরকারি হাসপাতালকে যুক্ত করা হচ্ছে। তাই যদি আপনি আয়ুষ্মান ভারত স্বাস্থ্যবীমা কার্ড না করিয়ে থাকেন, তবে আজই আবেদন করে ফেলুন।
Discussion about this post