এবার খোদ নর্থ ব্লকেই বোমাতঙ্ক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দফতর এখানে। লোকসভা ভোটের মধ্যেই দিল্লির নর্থ ব্লকের মতো নিরাপদ অঞ্চলে বোমা রাখা আছে বলে একটি ইমেল আসে। এরপরই যুদ্ধকালীন তৎপড়তায় শুরু হয় তল্লাশি। গোটা দিল্লিতেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে বলে সূত্রের খবর। খবর পেয়েই নর্থ ব্লকে পৌঁছে গিয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াড।
ভারতে বিগত কয়েকদিন ধরেই হুমকি ইমেল আসছে। কখনও স্কুল, কখনও হাসপাতাল আবার কখনও বিমানবন্দরে বোমা রাখা আছে বলে ইমেল আসছিল। এবার খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মতো দফতর থাকা দিল্লির নর্থ ব্লকেই এল হুমকি ইমেল। মেল পাওয়ার পরই কোনও রকম শিথিলতা দেখায়নি দিল্লি পুলিশ। দ্রুতই বিশাল পুলিশবাহিনী এবং বম্ব স্কোয়াডের একটি টিম পৌঁছে যায় নর্থ ব্লকে। এছাড়া মোতায়েন করা হয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। খবর পেয়েই নিজের দফতরে পৌঁছে যান অমিত শাহ। উল্লেখ্য, আগামী ২৫ মে ষষ্ঠ দফার ভোটে দিল্লির সবকটি আসনে ভোটগ্রহন হবে। তার আগেই এই ধরণের হুমকি মেল যথেষ্ট চিন্তার কারণ বলেই মনে করছেন বিশেষজ্ঞমহল। অপরদিকে, বুধবার সন্ধ্যেবেলাতেই দিল্লিতে একটি রোড শো এবং জনসভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ফলে এমনিতেই আঁটসাঁট নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে।
#WATCH | A bomb threat mail was received from the Police Control Room at the North Block, New Delhi area. Two fire tenders have been sent to the spot. Further details awaited: Delhi Fire Service pic.twitter.com/LG4GpZ0cgS
— ANI (@ANI) May 22, 2024
Discussion about this post