বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত তাঁর বিতর্ক মন্তব্যের জন্য বার বারই বিতর্কে পড়েন। তবে এবার শুধুই বিতর্ক নয়, কৃষক আন্দোলন, মহাত্মা গান্ধীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে উত্তরপ্রদেশের আগরার এমপি-এমএলএ আদালতের নোটিস পেলেন কঙ্গনা। আগামী ২৮ নভেম্বরের মধ্যে অভিযোগ সম্পর্কে তাঁর জবাব চাওয়া হয়েছে। হিমাচল প্রদেশের মণ্ডীর সাংসদ কঙ্গনার বিরুদ্ধে উত্তরপ্রদেশের আগরার এমপি-এমএলএ আদালতে গত ১১ সেপ্টেম্বর মামলা করেছিলেন রমাশঙ্কর শর্মা নামে এক আইনজীবী। মহাত্মা গান্ধী এবং কৃষক আন্দোলন সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে পদক্ষেপের আবেদন জানিয়েছিলেন তিনি। তারই ভিত্তিতে আদালতের এই পদক্ষেপ। শর্মা বলেন, ‘‘আগামী ২৮ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।’’
উল্লেখ্য, কিছুদিন আগেই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ”ভারতে কৃষক আন্দোলন বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করতে পারত। কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিচক্ষণ সিদ্ধান্তের জন্যই তা হতে পারেনি।” এখানেই শেষ করেননি কঙ্গনা। তিনি এই পোস্টে আরও লেখেন, ”কৃষক আন্দোলন চলাকালীন ঝুলন্ত অবস্থায় বহু দেহ পাওয়া গিয়েছে। সেই সময় প্রচুর ধর্ষণের ঘটনাও ঘটেছে।” এরপরই মহাত্মা গান্ধী এবং কৃষক আন্দোলন সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বিজেপি সাংসদকে নোটিস পাঠাল আদালত। তবে এই প্রথম নয়। এর আগেও তিনি বলেছিলেন, ‘‘১৯৪৭ সালে স্বাধীনতা মেলেনি। মিলেছিল ভিক্ষা।’’ আবার কখনও বলেছেন, ‘‘হিমাচলের কংগ্রেস সরকার টাকা ধার করে সনিয়া গান্ধীকে দিচ্ছে।’’ কঙ্গনার বারংবার এই ধরনের মন্তব্যে ক্ষুব্ধ রাজনৈতিক মহল।
Discussion about this post