অবশেষে ঘোষণা করা হল স্থগিত হয়ে যাওয়া নিট -পিজি পরীক্ষার দিনক্ষণ। শুক্রবার ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশনের তরফে নিট-পিজি পরীক্ষার নতুন দিনক্ষণ প্রকাশ করা হয়েছে।আগামী ২৩ জুন সর্বভারতীয় স্তরের ডাক্তারির স্নাতকোত্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু আচমকাই প্রশ্ন ফাঁসের অভিযোগে ২৪ ঘণ্টা আগে তা স্থগিত হয়ে যায়। আগামী ১১ আগস্ট সেই পিছিয়ে যাওয়া নিট পিজি পরীক্ষা হতে চলেছে। একই দিনে দু’দফায় ওই পরীক্ষা নেওয়া হবে। নিট বিতর্কে তোলপাড় হয়েছে দেশ। নিট-ইউজি পরীক্ষায় বেনিয়ম, প্রশ্নপত্র ফাঁস ও গ্রেস মার্কস নিয়ে বিতর্কের জেরে বিক্ষোভে উত্তাল হয়েছিল দেশের বিভিন্ন প্রান্ত। তার মাঝেই গত ২২ জুন হওয়ার কথা ছিল নিট-পিজি পরীক্ষা। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই সেই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। পরে এই পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছিল। আজ সেই পরীক্ষার দিন ঘোষণা করা হল। নিট পিজির নির্ঘণ্ট দেখে নিতে প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট natboard.edu.in-এ লগ ইন করতে বলেছে এনবিইএমএস। কেন্দ্রীয় সংস্থার তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যোগ্যতা অর্জনের কাট অফ ডেট 15 অগাস্ট পর্যন্ত বহাল থাকবে। উল্লেখ্য, এবারের নিট পিজিতে প্রশ্ন ফাঁস ঠেকাতে বাড়তি সতর্কতা নিচ্ছে কেন্দ্র। সূত্রের খবর, পরীক্ষা শুরুর মাত্র ২ ঘণ্টা আগে তৈরি হবে প্রশ্নপত্র। গত মঙ্গলবার সাইবার সেলের অফিসারদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা। সূত্রের খবর, সেখানেই তৈরি হয় নিট পিজির প্রশ্ন ফাঁস ঠেকানোর নীল নকশা। ফলে এবারের পরীক্ষার হলে যে কড়া বন্দোবস্ত থাকবে, তা বলাই বাহুল্য।
সত্যজিৎ রায়ের একটি গল্প ছিল, “যত কাণ্ড কাটমান্ডুতে”। বর্তমান সময়ের নীরিখে সেই গল্পের নামকরণকে একটু পাল্টে বলাই যায় যত কাণ্ড...
Read more
Discussion about this post