আবারও দুর্ঘটনার কবলে পড়ল ট্রেন। এবার লাইন থেকে ছিটকে গেল তিনটি কামরা। সূত্রের খবর দিল্লি-মুম্বই রুটে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়েছে। জানা যাচ্ছে মধ্যপ্রদেশের রতলম স্টেশনের এক কিলোমিটার দূরেই একটি তেলবাহী ট্যাঙ্কারের তিনটি কামরা লাইনচ্যুত হয়েছে বৃহস্পতিবার বিকেলে। দুর্ঘটনার পর থেকে একটি ট্যাঙ্কার থেকে তেল বের হতে দেখা যায়। এর ফলে ওই এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়েই ছুটে যান রেলের কর্মীরা। তাঁরাই বিপদের আশঙ্কা করে স্থানীয় মানুষদের দূরে সরে যাওয়ার নির্দেশ দেন। এরপরই দুর্ঘটনা রিলিফ ট্রেন পৌঁছে যায় ঘটনাস্থলে। দ্রুততার সঙ্গে দুর্ঘটনাগ্রস্থ ট্যাঙ্কারগুলি লাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে।
রেল সূত্রে জানা যাচ্ছে, ডিজেলভর্তি ওই মালগাড়িটি রাজকোট থেকে মধ্যপ্রদেশের ভোপালের দিকে যাচ্ছিল। ঘটনায় কেউ হতাহত না হলেও দিল্লি-মুম্বই রুটে ট্রেন চলাচল ব্যহত হয়। বেশ কয়েকটি দুরপাল্লার ট্রেন অন্যপথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। রেল মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, ইদানিং রেল লাইনে অন্তর্ঘাতের বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। এই ঘটনাও কোনও অন্তর্ঘাত নাকি রেল কর্মীদের ভুলে সেটা জানতেই এই তদন্ত হবে।
Discussion about this post