বিপাকে পড়েছে মুকেশ আম্বানির জিও! কমে গিয়েছে জিও ব্যবসা। অনেকেই নাকি জিও সিম ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। আর এরমধ্যেই বিপাকে পড়তে হয়েছে রিলায়েন্স জিওকে। সেই সংখ্যাটা চমকে ওঠার মতো। অঙ্কটা দাঁড়িয়েছে হাজার বা লক্ষতে নয়। কোটির ঘরে চলে গিয়েছে সংখ্যাটা। প্রায় এক কোটি নয় লক্ষ গ্রাহক রিলায়েন্ট জিও ছেড়ে দিয়েছেন।
তবে কি কারণে এত বিপুল সংখ্যক গ্রাহক ছেড়ে দিয়েছেন রিলায়েন্স জিও পরিষেবা? প্রশ্ন উঠতে শুরু করেছে। এটা কি কোম্পানীর জন্য একটি গুরতর সমস্যা? আসলে বেশ কয়েক মাস আগেই রিলায়েন্স জিও তাদের রিচার্জের মূল্য বাড়িয়ে দিয়েছে। কিন্তু জিও ফাইফ জি পরিষেবাও এনেছে। কিন্তু তারপরও গ্রাহক সংখ্যা কমছে।
এদিকে জিও বলছে, তাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হল, গ্রাহকদের হাইস্পিড ফাইফ জি পরিষেবা প্রদান করা। পাশাপাশি ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস পরিষেবার সাহাষ্যে বেশ কয়েকটি বাড়ি সংযুক্ত করা যেতে পারে। তাতে উপকৃত হবেন জিও গ্রাহকরা। আর এরমধ্যে প্রায় এক কোটি নয় লক্ষ গ্রাহক হারানোতে খুব একটা প্রভাব পরবে না তাদের ব্যবসায়। তবে অন্যান্য টেলিকম অপারেটরদের জন্য সুযোগ করে দেবে।
Discussion about this post