চণ্ডীগড় থেকে অসমের ডিব্রুগড়গামী এক্সপ্রেস ট্রেন বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ লাইনচ্যুত হয় উত্তরপ্রদেশের গোণ্ডার কাছে। ঘটনায় এখনও পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহতের সংখ্যা বহু। জানা যাচ্ছে ১৫৯০৪ ডিব্রুগড় এক্সপ্রেস এদিন দুপুর ২টো ২০ নাগাদ গোণ্ডা জংশন স্টেশন ছেড়ে যায়। কিন্তু গোণ্ডা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরেই মোতিগঞ্জ এবং ঝিলাহি স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। ১০-১২টি কামরা লাইনচ্যুত হয়। এরমধ্যে অন্তত চারটি বাতানুকুল কামরা প্রবল ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠিয়েছে। তবে উত্তরপ্রদেশের স্থানীয় প্রশাসন আগেই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হচ্ছে।
ঘটনার পরই উত্তর-পূর্ব রেলের তরফে একাধিক হেল্পলাইন চালু করা হয়েছে। ১৫৯০৪ ডিব্রুগড় এক্সপ্রেস ট্রেনটি পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার এবং নিউ আলিপুরদুয়ার স্টেশনে দাঁড়ায়। ফলে এই রাজ্যের যাত্রীদের থাকার সম্ভাবনাও রয়েছে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে। অসমেরও বহু যাত্রী ছিলেন ওই ট্রেনে। ফলে দুর্ঘটনার খবর পেয়েই পশ্চিমবঙ্গ এবং অসমের বহু স্টেশনে উদ্বিগ্ন পরিজনরা ভিড় করছেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নিজে খোঁজখবর নিয়েছেন উদ্ধারকাজ সম্পর্কে। তিনি আহত এবং অক্ষত যাত্রীদের ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগী হওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্য প্রশাসনের কর্তাদের। পাশাপাশি তিনি যোগাযোগ রাথছেন রেল মন্ত্রক এবং উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে।
উত্তর-পূর্ব রেলের তরফ থেকে চালু করা হেল্পলাইন নম্বরগুলি হল –
- ডিব্রুগড় – ৯৯৫৭৫৫৯৬০
- তিনসুকিয়া – ৯৯৫৭৫৫৯৫৯
- সিমালগুড়ি – ৮৭৮৯৫৪৩৭৯৮
- মারিয়ানি – ৬০০১৮৮২৪১০
- গুয়াহাটি – ০৩৬১২৭৩১৬২১, ০৩৬১২৭৩১৬২২, ০৩৬১২৭৩১৬২৩
- গোণ্ডা – ৮৯৫৭৪০০৯৬৫
- লখনউ – ৮৯৫৭৪০৯২৯২
Discussion about this post